ঝিলম করঞ্জাই, কলকাতা : রাজ্যে ডেঙ্গি পরিস্থিতি আরও উদ্বেগজনক। দুর্গাদুর্গাপুজো" data-type="interlinkingkeywords">পুজোর আগে থেকেই আশঙ্কা বাড়ছিল! পুজোর পর রাজ্যের ডেঙ্গি পরিস্থিতি ক্রমশ উদ্বেগজনক চেহারা নিচ্ছে। আতঙ্ক উত্তুঙ্গ মহানগরে। সংক্রমণ সব জেলাকে পিছনে ফেলে দিল উত্তর ২৪ পরগনা। ডেঙ্গির সংখ্যা সর্বোচ্চ বৃদ্ধি সেখানেই। এক সপ্তাহে সেখানে ১ হাজার থেকে  ১২৫০ এ পৌঁছেছে আক্রান্তের সংখ্যা।  স্বাস্থ্য দফতরের পরিসংখ্যানে ত্রস্ত মহানগরীও।



  •   ডেঙ্গির পজিটিভিটি রেট ১০ দশমিক ৫ থেকে বেড়ে হয়েছে ১২ দশমিক ৯।

  • গত এক সপ্তাহে উত্তর ২৪ পরগনায় ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ১ হাজার থেকে বেড়ে হয়েছে ১ হাজার ২৫০।

  • পুরসভাগুলির মধ্যে সবথেকে বেশি ডেঙ্গি আক্রান্তের সংখ্যা বেড়েছে কলকাতা পুরসভা এলাকায়।  

    পৌরসভার মধ্যে কলকাতা পুরসভা এলাকায় কোথায় ডেঙ্গি সর্বোচ্চ বৃদ্ধি পেয়েছে - 


    বোরো ১১:  14% - 21.5%
    বরো  ১৪ : 36.6 - 43.3%
    বরো ১ : 18.8% - 30.3%


    এই পরিস্থিতিতে বুধবার এলাকায় ডেঙ্গি দমন অভিযানে নামে কলকাতা পুরসভা। মুচিবাজারের বিভিন্ন এলাকায় ড্রোন ওড়ানো হয়। দেখা হয়, কোনও বাড়ির ছাদ বা ফাঁকা জমিতে জল বা জঞ্জাল জমে আছে কিনা। এই এলাকাতে কেন্দ্রীয় সংস্থা কোল ইন্ডিয়ার একটি জমি রয়েছে। কিন্তু সেখানে দেখা গেল জঞ্জালের স্তূপ! 


    দমদম এলাকায় এমন কিছু বাড়ি ছিল যেগুলি দীর্ঘদিন ধরে তালাবন্ধ। বাসিন্দারা অন্যত্র থাকেন। পুরসভার তরফে দাবি, আগাছা সাফের জন্য অনেকবার এই বাড়ির মালিকদের নোটিস পাঠানো হয়। কিন্তু কোনও সাড়া মেলেনি।সোমবার, পুলিশকে সঙ্গে নিয়ে, এমনই ৩টি বাড়িতে অভিযান চালায় দক্ষিণ দমদম পুরসভার প্রতিনিধিরা। গেটের তালা ভেঙে, ভিতরে ঢুকে, বাড়ির চারপাশ পরিষ্কার করা হয়। সব বাড়িতে নতুন করে লাগানো হয় তালা। আর সেই তালার চাবি মালিকদের সংগ্রহ করতে হবে পুলিশের কাছ থেকে।  


    এখনও বৃষ্টি পুরোপুরি থামেনি। কালীপুজোতেও হতে পারে বৃষ্টি, আশঙ্কার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর।  কলকাতার বিভিন্ন অংশে বিক্ষিপ্ত বৃষ্টি হচ্ছে রোজই । আর বৃষ্টিতে জমা জলের পরিমাণ বাড়লেই ডেঙ্গির প্রকোপ আরও বাড়বে বলেই আশঙ্কা পুরকর্তৃপক্ষ থেকে বিশেষজ্ঞদের।