ঋত্বিক প্রধান, এগরা : চারচাকা গাড়ি থেকে উদ্ধার বিপুল পরিমাণ গাঁজা (Ganga)। পূর্ব মেদিনীপুর জেলার এগরা পুরসভার (Egra Municipality) ৭ নম্বর ওয়ার্ডের ঘটনা। সাদা রঙের একটি গাড়ি থেকে প্রায় ৫০ কেজি গাঁজা উদ্ধার করে এগরা থানার পুলিশ।


বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ আচমকাই পুলিশ হানা দিয়ে ওই গাড়িটিকে আটক করে। তল্লাশি চালিয়ে দেখতে পায়, গাড়িটিতে ৫০ কেজির বেশি গাঁজা রয়েছে। 


চারচাকা গাড়ি থেকে উদ্ধার গাঁজা-


পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটি কলকাতা সংলগ্ন এলাকার গাড়ি। সুজয় দাস নামে এক ব্যক্তি কলকাতা থেকে গাড়িটি কিনে ৭ নং ওয়ার্ডে একটি রাস্তার পাশে কয়েকদিন ধরে ফেলে রেখেছিল। তিন দিন ধরে গাড়িটি কেন একই জায়গায় পড়ে রয়েছে তা নিয়ে স্থানীয়দের সন্দেহ হয়। এরপর খবর দেওয়া হলে এগরা থানার পুলিশ এসে তল্লাশি চালিয়ে গাড়ি থেকে গাঁজা উদ্ধার করে থানায় নিয়ে যায়। 


পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে, গাড়িটির বর্তমান মালিক এগরার ৭ নম্বর ওয়ার্ডেরই বাসিন্দা সুজয় দাস। তিনি এই পুরোনো গাড়িটি কলকাতা থেকে কিনেছেন। পুলিশ সুজয়কে আটক করছে বলে খবর। তবে, কীভাবে ৩ দিন গাঁজা ভর্তি গাড়িটি রাস্তার পাশে পড়ে আছে তা নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে। পুলিশ এ বিষয়ে তদন্ত করছে। ঘটনায় এলাকায় শোরগোল পড়ে গেছে।


গত অগাস্ট মাসে বিপুল পরিমাণ গাঁজা ও নগদ টাকা-সহ তিন জনকে গ্রেফতার (Arrest) করেছিল বর্ধমান (Burdwan) থানার পুলিশ। ধৃতদের মধ্যে দুই জন মহিলা। উদ্ধার করা হয় প্রায় ৪১ কেজি গাঁজা ও নগদ ১ লক্ষ ৬০ হাজার ৪৪০ টাকা। বর্ধমান শহরের লক্ষ্মীপুরমাঠ এলাকার ঘটনা।


প্রসঙ্গত, গত মে মাসে ভিন রাজ্য থেকে গাঁজা আমদানি করা হচ্ছিল বস্তা বস্তা (Marijuana Smuggling)। পুলিশ প্রশাসনের চোখে ধুলো দিতে ব্যবস্থাপনাও ছিল অভিনব। কিন্তু শেষ পর্যন্ত গা বাঁচানো যায়নি না। বরং বস্তা বস্তা গাঁজা সমেত ধরা পড়ে ছ'জন। ওড়িশা থেকে ওই বস্তা বস্তা গাঁজা আনা হচ্ছিল। স্পেশ্যাল টাস্ক ফোর্সের (STF) আধিকারিকদের হাতে গ্রেফতার হয় ওই ছ'জন।


পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman News) দুর্গাপুরের শ্যামপুরের কাছে একটি ট্রাক থেকে নয় নয় করে মোট ২২ বস্তা গাঁজা উদ্ধার করা হয়।  সব মিলিয়ে ওজন হবে প্রায় ৩৫০ কেজি। এই বিপুল পরিমাণ গাঁজার দাম আন্তর্জাতিক বাজারে কয়েক লক্ষ টাকা। ট্রাকের মধ্যে বিশেষ কায়দায় লুকিয়ে আনা হচ্ছিল। 


আরও পড়ুন ; প্রায় ৪১ কেজি গাঁজা ও নগদ টাকা উদ্ধার, বর্ধমানে ২ মহিলা-সহ গ্রেফতার ৩