সন্দীপ সরকার, কলকাতা : শীতের শুরুতে এবার বাড়বাড়ন্ত ডেঙ্গির। আগে বর্ষায় বাড়ত মশাবাহিত এই রোগের  প্রকোপ। এখন শীতের বেলাতেও ডেঙ্গির সংক্রমণ বাড়ছে। একদিকে ডেঙ্গির সংখ্যাবৃদ্ধি ঘটছে ,  অন্যদিকে ডেঙ্গির নতুন উপসর্গ ভাবাচ্ছে চিকিৎসকদের। ডেঙ্গির সাধারণ উপসর্গ গুলি হল জ্বর, কাঁপুনি, গায়ে ব্যথা ইত্যাদি। কিন্তু এবার ডেঙ্গি থাবা বিস্তার করছে ফুসফুসেও। করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় রীতিমতো ভুগিয়েছে ফুসফুসে সংক্রমণ। এবার ডেঙ্গিও টার্গেট করছে ফুসফুসকে। পশ্চিমবঙ্গে ডেঙ্গি আক্রান্তের সংখ্য়া বৃদ্ধি পাচ্ছে শীতের শুরুতে। সেই সঙ্গে ডেঙ্গির নতুন উপসর্গ চিন্তা জাগাচ্ছে চিকিৎসকদের । নতুন উপসর্গটি ঠিক কেমন। 



  • ডেঙ্গিতে আক্রান্ত হওয়ার পর ফুসফুসে প্রভাব পড়ছে, দেখা দিচ্ছে শ্বাসকষ্ট। শরীরে কমছে অক্সিজেনের মাত্রা। এই উপসর্গটি অনেককেই মনে করিয়ে দিচ্ছে করোনাপর্বের কথা।

  • শুধু তাই নয় ডেঙ্গির নতুন টার্গেট হার্ট । ডেঙ্গি আক্রান্ত রোগীক রক্তচাপ কমছে। 

  • মস্তিষ্কে দেখা দিচ্ছে এনসেফেলাইটিসের মতো উপসর্গ।

  • এর সঙ্গে ডেঙ্গির সাধারণ উপসর্গ যেমন তলপেটে ব্য়থা, বমি, ডায়েরিয়া, দুর্বলতা তো হচ্ছেই  ।

  • ডেঙ্গির এই নতুন উপসর্গের পোশাকি নাম মাল্টিসিস্টেম ইনফ্ল্য়ামেটরি সিনড্রোম।  চিকিৎসকরা বলছেন এই ধরনের উপসর্গ কোভিডের সময় হামেশাই দেখা যেত রোগীদের মধ্য়ে। 

    তবে আশার কথা একটাই, প্রত্যেকেরই যে এমনটা উপসর্গ হচ্ছে , তা নয়। ডেঙ্গির শক সিনড্রোন যেমন সকলের হয় না, তেমনই এই উপসর্গ যে প্রত্যেকেরই হবে , এমনটা নয়।  

    আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।                  


    আরও পড়ুন, ওপারে হামলা, এবার এপারে হাসপাতালে বাংলাদেশিদের 'No-Entry' ! 'বাংলাদেশিদের রোগীদের ভর্তি নয়..'