ঝিলম করঞ্জাই, সন্দীপ সরকার, কলকাতা : করোনা ( Coronavirus ) পরিস্থিতির পর আচমকা ডেঙ্গির বাড়বাড়ন্ত। সুস্থ হয়ে ওঠার পথে নানা শারীরিক জটিলতায় হঠাত্ ডেঙ্গি ( Dengue ) আক্রান্তের মৃত্যু। কখনও মস্তিস্কে রক্তক্ষরণ, কখনও স্নায়ুর সমস্যা, কখনও আবার হৃদযন্ত্রে জটিলতা। উদ্বেগ বাড়াচ্ছে মৃত্যুর হার!
বিশেষজ্ঞরা বলছেন, করোনা পরিস্থিতির পর চরিত্র বদল করেছে বিভিন্ন রোগ.। চেনা রোগেই বদলেছে উপসর্গ। করোনার কারণেই কি এই পরিবর্তন?
এসব নিয়ে আলোচনা ও তথ্য আদানপ্রদান করতেই দেশ বিদেশ থেকে কলকাতার এক সম্মেলনে একত্রিত হয়েছেন চিকিত্সকরা। চিকিত্সক কৃষ্ণাংশু রায় জানালেন, কোভিড ও ডেঙ্গি উভয়ই ইমিউনিটির সঙ্গে সম্পর্কিত। ডেঙ্গি একটি পতঙ্গ বাহিত রোগ। তাই নভেম্বর, ডিসেম্বর নাগাদ এই রোগের দাপট কমে আসার কথা। কিন্তু এই বছর দেখা যাচ্ছে, তা হচ্ছে না। প্রত্যেক বছর কিন্তু এইরকম হারে ডেঙ্গি বাড়ে না। তবে এবারের এই বাড়বাড়ন্ত ও সংক্রমণের পিছনে কোভিডের কোনও ভূমিকা আছে কিনা, তা এখনই বলা যাচ্ছে না।
ডেঙ্গি মোকাবিলা নিয়ে বচসা, প্রশাসন ব্যর্থ বলায় বিজেপি নেত্রীকে চড় কষালেন পুরকর্মী!
কেন মারাত্মক হচ্ছে সংক্রমণ
সিসিইউ থেকে বের করে দেওয়া হয়েছে জেনারেল বেডে। ধীরে ধীরে সুস্থ হচ্ছেন রোগী। আচমকা অসুস্থতা! তারপর সব শেষ! সুস্থ হয়ে ওঠার পথে ডেঙ্গি পরবর্তী জটিলতায় রোগীর মৃত্যু চিন্তায় ফেলেছে চিকিত্সকদের। চিকিত্সকরা জানাচ্ছেন, সুস্থ হয়ে ওঠার পথে আচমকা ডেঙ্গি আক্রান্তের মস্তিষ্কে রক্তক্ষরণ হচ্ছে। দ্রুত অবনতি হচ্ছে অবস্থার, কখনও ঘটছে মৃত্যু।
এই ভাবেই মস্তিষ্কে রক্তক্ষরণে মৃত্যু হল এক যুবকের। শুক্রবার সকালে পিয়ারলেস হাসপাতালে মৃত্যু হয় সার্ভে পার্কের বাসিন্দা, নামী তথ্যপ্রযুক্তি সংস্থার কর্মী রোহিত দাসের। তাঁর ডেথ সার্টিফিকেটে ডেঙ্গি সংক্রমণের উল্লেখ রয়েছে। রোহিতের বয়স মাত্র ৩০। ভয়ঙ্কর উদ্বেগের বিষয় হল, অনেক ক্ষেত্রেই ডেঙ্গিতে মৃত্যু হচ্ছে কম বয়েসীদের। সোমবার মৃত্যু হয়েছে তপসিয়ার বাসিন্দা, ৩০ বছরের মণিকা বেগমের। বুধবার মৃত্যু হয়েছে হাওড়ার, ৯ বছরের মহম্মদ জিশান রেজার। বুধবারই ডেঙ্গি কেড়ে নিয়েছে কলকাতা পুরসভার ১০৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা, ১৪ বছরের ভার্গবি মণ্ডলকে। শুক্রবার মৃত্যু হল সার্ভে পার্কের বাসিন্দা, ৩০ বছরের রোহিত দাসের।
বিশ্বজুড়ে চিকিত্সা পদ্ধতিতে পরিবর্তন করার ভাবনাচিন্তাও চালিয়ে যাচ্ছেন চিকিত্সকরা। পিয়ারলেস হাসপাতাল ও ইংল্যান্ডের রয়্যাল কলেজ অফ ফিজিশিয়ানসের উদ্যোগে কলকাতার এই সম্মেলনেও সে নিয়েও আলোচনা চলছে।