জয়ন্ত পাল, কলকাতা: ডেঙ্গি প্রতিরোধে দক্ষিণ দমদম পুরসভা ব্যর্থ বলায় (Dum Dum Municipal Corporation), বিজেপি (BJP) নেত্রীকে মারধর ও তাঁর স্বামীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ। অভিযুক্ত এক মহিলা পুরকর্মী ও তৃণমূল কাউন্সিলরের অনুগামীরা। বিজেপি নেত্রীর বাড়ির সামনে আবর্জনা ফেলারও অভিযোগ। খতিয়ে দেখার আশ্বাস পুর কর্তৃপক্ষের।


বচসা, কথা কাটাকাটি থেকে সরাসরি গালে থাপ্পড়!


স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বিজেপি নেত্রীর বাড়ির সামনে ডাঁই করে রাখা ছিল আবর্জনা। আর তাই নিয়েই সাতসকালে দক্ষিণ দমদম পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে ধুন্ধুমার। বিজেপি নেত্রীকে মারধর ও তাঁর স্বামীকে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল এক মহিলা পুরকর্মী রূপা দে চক্রবর্তী ও তাঁর স্বামী বিট্টু দে সহ তৃণমূল কাউন্সিলর অভিজিৎ মিত্রর অনুগামীদের বিরুদ্ধে।


ওই বিজেপি নেত্রী যে ভিডিও দিয়েছেন, তাতে তৃণমূল (TMC) কর্মী ও পুরকর্মীর স্বামী বিট্টু দে-কে বলতে শোনা যায়, "তোমার বর বেরোবে না...তোমার জন্য তোমার বর মার খাবে।" তাতে বিজেপি নেত্রী উমাকে বলতে শোনা যায়, "মারিস, মারিস।" এর পাল্টা পুরকর্মী স্বামী বলেন, "মার জন্য তোমার বর মার খাবে বলে দিলাম তো, আমার কথা বলবে বিট্টু বলে গিয়েছে।"


ঘটনার সূত্রপাত বুধবার। বিজেপি নেত্রীর অভিযোগ, ডেঙ্গি প্রতিরোধে পুরসভা ব্যর্থ বলায়, রাতে তাঁর বাড়ির সামনে ময়লা ফেলে দিয়ে যাওয়া হয়।বৃহস্পতিবার সকালে এ নিয়ে প্রতিবাদ করায় তাঁকে মারধর করেন পুরকর্মী রূপা দে চক্রবর্তী।


আরও পড়ুন:  Recruitment Scam Case : 'বদলির ছাড়পত্র স্বরাষ্ট্রমন্ত্রকের', সিট প্রধানের বদল চেয়ে আদালতে সিবিআই


অন্য দিকে, রূপা বলেন, "উনি নিজেই তৃণমূলে ছিল। পদ পায়নি দেখে বিজেপিতে গিয়েছে।" উমাকে বলতে শোনা যায়, "দেখুন, দেখুন, মারছে। মারো, মারো, দেখি!" এর পাল্টা রূপা বলেন, "মিথ্যা কথা বলবে না...তুমি তো গরম জল দিলে উপর থেকে আমার গায়ে!" রূপার দাবি, উপর থেকে তাঁর গায়ে গরম জল ছোড়েন উমা। 


এই ঘটনায় নাগেরবাজার থানায় অভিযোগ দায়ের করেন বিজেপি নেত্রী। এ নিয়ে ফোনে যোগাযোগ করা হলেও মন্তব্য এড়িয়েছেন ৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অভিজিৎ মিত্র।


উল্লেখ্য, কলকাতার পাশাপাশি, দক্ষিণ দমদম পুরসভাতেও ডেঙ্গির দাপট। গত একমাসে ডেঙ্গিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩ জনের। এ পর্যন্ত ৬১২ জন আক্রান্ত হয়েছেন বলে পুরসভা সূত্রে খবর। এই পরিস্থিতিতে শুরু হয়েছে দোষারোপ-পাল্টা দোষারোপের পালা। 


এই প্রসঙ্গে বিজেপি নেত্রী তথা চিকিৎসক অর্চনা মজুমদার বলেন, "শুধু ডেঙ্গির প্রতিবাদ করায় যদি এই দুর্দশা হয়...তাহলে ভাবতে পারেন মানুষ কোন সরকারের আন্ডারে আছে...অহংকারটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে...ভোট দিয়ে জেতা মানে মাথা কিনে নেওয়া নয়।"


দুই তরফেই থানায় অভিযোগ দায়ের করা হয়েছে


যদিও দক্ষিণ দমদম পুরসভার পুর পারিষদ (স্বাস্থ্য) তথা তৃণমূল নেতা সঞ্জয় দাস বলেন, "আমাদের কর্মীদের গালি...কাউন্সিলরের আত্মীয়দের তুলে গালি...তার জন্য পরিস্থিতি তৈরি হয়েছে...ওঁর বাড়ির সামনে কুকুরের জন্য জলের ড্রাম রাখা ছিল...পুর কর্মীরা ফেলে দেয় বলে এটা ঘটে।" দক্ষিণ দমদম পুরসভার ওয়ার্ড সুপারভাইজারের তরফে বিজেপি নেত্রীর বিরুদ্ধেও থানায় পাল্টা অভিযোগ দায়ের হয়েছে।