জয়ন্ত পাল, ঝিলম করঞ্জাই ও মলয় চক্রবর্তী, দমদম : তালাবন্ধ বাড়ির তালা ভেঙে, সাফ করা হল আবর্জনা। ডেঙ্গি (Dengue) নিধনে, তৎপর দক্ষিণ দমদম পুরসভা (South Dumdum Municipality)। সবটাই লোক দেখানো বলে কটাক্ষ করেছে বিজেপি।


প্রথমে হাতুড়ি দিয়ে ভাঙা হল তালা, ভিতরে ঢুকে বাড়ির আবর্জনা-আগাছা পরিষ্কার করলেন পুর কর্মীরা। দেখলেন, কোথাও জল জমে রয়েছে কিনা। এরপর ফের, গেটে লাগিয়ে দেওয়া হল নতুন তালা, চাবি তুলে দেওয়া হল পুলিশের হাতে। এ দৃশ্য আগে দেখেননি দক্ষিণ দমদমবাসী। 


ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু-


গত শুক্রবারই দক্ষিণ দমদম পুর এলাকায় ডেঙ্গি আক্রান্ত হয়ে মৃত্যু হয় দশম শ্রেণির এক স্কুলছাত্রের। এরপরই নড়েচড় বসে পুরসভা। এলাকায় এমন কিছু বাড়ি রয়েছে, যেগুলি দীর্ঘদিন ধরে তালাবন্ধ। বাসিন্দারা অন্যত্র থাকেন। পুরসভার তরফে দাবি, আগাছা সাফের জন্য অনেকবার এই বাড়ির মালিকদের নোটিস পাঠানো হয়েছে। কিন্তু কোনও সাড়া মেলেনি। তাই, সোমবার, পুলিশকে সঙ্গে নিয়ে, এমনই ৩টি বাড়িতে অভিযান চালায় দক্ষিণ দমদম পুরসভার প্রতিনিধিরা। গেটের তালা ভেঙে, ভিতরে ঢুকে, বাড়ির চারপাশ পরিষ্কার করা হয়। সব বাড়িতে নতুন করে লাগানো হয় তালা। আর সেই তালার চাবি মালিকদের সংগ্রহ করতে হবে পুলিশের কাছ থেকে। 


দক্ষিণ দমদম পুরসভার স্বাস্থ্য বিভাগের আধিকারিক সঞ্জয় দাস বলেন, মৃত্যু কোনওদিনই কাম্য নয়। খুবই দুঃখজনক। কিছু পরিত্যক্ত বাড়ি তালা দেওয়া থাকে। তাদের বারবার নোটিস দেওয়া হয়। পাত্তা নেই। পুলিশের সাহায্য নিয়ে বাড়িতে তালা ভেঙে ঢুকে পরিষ্কার করলাম। আবার তালা দিয়ে চলে যাব। উপযুক্ত প্রমাণ দেখিয়ে তালা নিয়ে যাবে মালিক।


এনিয়ে দক্ষিণ দমদম পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও চিকিত্‍সক চঞ্চল রায় বলেন, মানুষকে সচেতন হতে হবে।


এদিকে ডেঙ্গি দমন নিয়েও চলছে রাজনৈতিক বাগযুদ্ধ। এপ্রসঙ্গে দক্ষিণ দমদম পুরসভার ২৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর কেয়া দাস বলেন, আমরা অনেকদিন থেকেই এই বাড়িগুলোকে নোটিস করেছি। মে মাস থেকে আমাদের কাজ শুরু। এখানে যাঁদের জ্বর হচ্ছে, তাঁদের বিনামূল্যে ব্লাড টেস্ট হচ্ছে দক্ষিণ দমদম পুরসভার তরফে। এই অভিযান চলবে। ৩৫টি ওয়ার্ডেই চলবে।


উত্তর ২৪ পরগনা সাংগঠনিক জেলা বিজেপির সহ সভাপতি স্বপন রায়চৌধুরী বলেন, সব দিক থেকে এরা ব্যর্থ। পয়সা কামাতে এসেছে। কামাবে। লোক দেখানো কাজ করে যাচ্ছে। সম্পূর্ণ ব্যর্থ।


অন্যদিকে, শিলিগুড়িতেও ভয়াবহ হয়ে উঠেছে ডেঙ্গি পরিস্থিতি। মারাত্মক হারে বাড়ছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা। এদিন, শিলিগুড়ি পুরসভার বিভিন্ন ওয়ার্ডে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন জেলা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। স্বাস্থ্য দফতরের রবিবারের পরিসংখ্যান বলছে, শুধুমাত্র ২৪ ঘণ্টায় রাজ্যে ৭৯২ জন ডেঙ্গি আক্রান্ত হয়েছেন। ডেঙ্গি আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে ৬৯৫ জন। 


আরও পড়ুন ; ডেঙ্গিতে দশম শ্রেণির ছাত্রের মৃত্যু দক্ষিণ দমদমে, সল্টলেকে আরও ১