জয়দীপ হালদার, সঞ্চয়ন মিত্র, কলকাতা : আষাঢ়ের প্রথম দিনে ভিজেছিল শহর। তারপর মাসভর তেমন বৃষ্টি নেই। বরং দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতির কথা জানিয়েছিল আবহাওয়া দফতর। বিক্ষিপ্ত বর্ষণের মধ্যেই কাটতে চলেছে আষাঢ়। অবশেষে আষাঢ় শেষে নিম্নচাপের ভ্রুকুটি !
ওড়িশা উপকূলের কাছে ঘূর্ণাবর্ত
আবহাওয়া দফতর সূত্রে খবর, ওড়িশা উপকূলের কাছে ঘূর্ণাবর্ত সৃষ্টি হয়েছে। আগামী ৩৬ ঘণ্টায় পরিণত হতে পারে নিম্নচাপে। এর ফলে দক্ষিণবঙ্গে বাড়বে বৃষ্টির পরিমাণ । বেশি বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনায়, পূর্বাভাস আবহাওয়া দফতর সূত্রে।
নিম্নচাপের সতর্কবার্তা
বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপের সতর্কবার্তা প্রশাসনের তরফ থেকে মাইকের মাধ্যমে অবগত করার কাজ হল নামখানা ও মৌসুনি দ্বীপে ।পাশাপাশি কাকদ্বীপ নামখানা ফ্রেজারগঞ্জ পাথরপ্রতিমা থেকে যে সমস্ত ট্রলার মাছ ধরার উদ্দেশ্যে বঙ্গোপসাগরে গিয়েছে তাদেরকে অবিলম্বে ফিরে আসতে বলা হয়েছে এবং আগামী ১৩ ও ১৪ তারিখ সমুদ্রে মাছ ধরতে যেতে নিষেধ করার হয়েছে।
দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বৃষ্টি কম
উত্তরবঙ্গ ভাসলেও, বর্ষার শুরুতে এবার দক্ষিণবঙ্গে তুলনামূলকভাবে বৃষ্টি কম। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্ষার প্রথম মাসে উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় ৫৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। উল্টোদিকে দক্ষিণবঙ্গে বৃষ্টির ঘাটতির পরিমাণ ৪৮ শতাংশ।
আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, বর্ষার প্রথম মাসে, জুনে, উত্তরবঙ্গে স্বাভাবিকের তুলনায় ৫৯ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। দক্ষিণবঙ্গে বর্ষার বৃষ্টির ঘাটতির পরিমাণ ৪৮ শতাংশ। কলকাতায় এই ঘাটতির পরিমাণ ৫৯ শতাংশ।
এক নজরে আগামী কয়েকদিনের মহানগরের আবহাওয়া আইএমডি অনুসারে
দিন | Min তাপমাত্রা |
Max তাপমাত্রা | কেমন থাকবে মহানগরীর আবহাওয়া |
---|---|---|---|
12-Jul | 27.0 | 33.0 | আংশিক মেঘলা আকাশ, কয়েক পশলা বৃষ্টি |
13-Jul | 27.0 | 34.0 | আংশিক মেঘলা আকাশ, কয়েক পশলা বৃষ্টি |
14-Jul | 27.0 | 33.0 | আংশিক মেঘলা আকাশ, কয়েক পশলা বৃষ্টি , কোথাও কোথাও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি |
15-Jul | 26.0 | 34.0 | আংশিক মেঘলা আকাশ, কয়েক পশলা থেকে মাঝারি বৃষ্টি |
16-Jul | 27.0 | 33.0 | আংশিক মেঘলা আকাশ, কয়েক পশলা থেকে মাঝারি বৃষ্টি, সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি |
17-Jul | 27.0 | 34.0 | আংশিক মেঘলা আকাশ, কয়েক পশলা বৃষ্টি , কোথাও কোথাও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি |
18-Jul | 28.0 | 34.0 | আংশিক মেঘলা আকাশ, কয়েক পশলা বৃষ্টি , কোথাও কোথাও বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি |