সোমনাথ দাস, ঘাটাল: ২০২৪ সালের লোকসভা নির্বাচনে (Loksabha Election 2024) তৃণমূলের (TMC) টিকিটে দাঁড়িয়ে ঘাটালে পুনরায় সাংসদ নির্বাচিত হন তারকা দেব (Dev)। কথা দিয়েছিলেন ভোটে জিতলে গাছ লাগাবেন। রাখলেন কথা। সোমবারই তিনি ঘাটালের (Ghatal) দাসপুরে দলীয় কর্মসূচি সেরে বৃক্ষরোপণ (Plantation Programme) করেন। 


ঘাটালে তারকা সাংসদ দেবের বৃক্ষরোপণ


সোমবার সকাল থেকেই তুঙ্গে স্টুডিওপাড়ায় সংঘাত। একদিকে পরিচালকদের কর্মবিরতির ডাক, অন্যদিকে টেকনিশিয়ানদের দাবি। কার্যত স্তব্ধ একের পর এক শ্যুটিং ফ্লোর। এরই  মাঝে ঘাটালে পৌঁছলেন তারকা সাংসদ দেব। নির্বাচনে জেতার পর ঘাটালে গিয়ে দলীয় কর্মসূচি সারেন তিনি। দাসপুরে বৃক্ষরোপণও করেন। এদিন নিজের সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে তারকা সাংসদ জানান যে গত ২ মাসে ৪৫ হাজারেরও অধিক বৃক্ষরোপণ করেছেন তাঁরা। সেখান থেকেই যান বিদ্যাসাগরের জন্মস্থানে। তিরোদিবসে অর্পণ করলেন শ্রদ্ধা। 




দাসপুর থেকে দেব এদিন যান বিদ্যাসাগরের জন্মস্থান বীরসিংহ গ্রামে। বিদ্যাসাগরের ১৩৪ তম তিরোধান দিবস উপলক্ষ্যে তারকা সাংসদ এদিন প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এরপর প্রশাসনিক বৈঠক করতে আসেন তিনি ঘাটালের মহকুমা শাসকের কার্যালয়ে। এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে দেব জানান ঘাটালের মাস্টার প্ল্যান নিয়ে কাজ এগোচ্ছে। তিনি জানান যে জমি পরিমাপের কাজ শেষ, এরপর জমি অধিগ্রহণের কাজ শুরু হবে। এছাড়াও টলিপাড়ায় চলতে থাকা সমস্যা নিয়েও মুখ খোলেন। 


টলিপাড়ার 'সংঘাত' প্রসঙ্গে এদিন অভিনেতা প্রযোজক দেব বলেন, 'আমিও কাজ বন্ধ রাখতে পছন্দ করি না। আমি মনে করি, ফেডারেশন, আর্টিস্ট ফোরাম, ডিরেক্টর্স গিল্প, প্রোডিউসার্স গিল্ড, সকলকেই একটা মধ্যস্থতায় আসতে হবে, যাতে কাজটা শুরু করা যায়। এবং যে দাবিগুলো উঠছে, সেগুলোর যতটা সম্ভব সেগুলি গ্রহণ করা এবং যেগুলি সম্ভব না, সেগুলিকে কীভাবে প্রগতিশীল উপায় এগিয়ে নিয়ে যাওয়া যায় দেখা উচিত। যাতে কাজটা ভালভাবে সুষ্ঠভাবে হতে পারে। পৃথিবীর বড় বড় যুদ্ধ কথার বলে মিটেছে। কোনও যুদ্ধ লড়াই করে মেটেনি। এটা বিশাল কোনও রকেট সায়েন্স নয়। জটিলতা নেই এর মধ্যে। প্রত্যেক গিল্ডের একজন করে প্রতিনিধি গিয়ে বসে যদি আলোচনা করেন, আমার মনে হয় সমাধান হতে পারে।'


আরও পড়ুন: Tollywood Controversy: 'স্তব্ধ' স্টুডিওপাড়া, বন্ধ ক্যামেরা! 'বহাল থাকবে কর্মবিরতি', সাফ জানিয়ে দিলেন পরিচালকেরা


বারবার বৈঠকেও মিলল না সুরাহা। সোমবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে পরিচালকদের তরফে বলা হয়, 'কাউকে কাজে আসতে বারণ করা হয়নি, পরিচালকরা কর্মবিরতি করছেন। কালও কর্মবিরতি বহাল থাকবে'। 'বয়কট' বিতর্কে ফেডারেশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন পরিচালকেরা।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।