কলকাতা: যুবভারতীকাণ্ডে DGP রাজীব কুমার, বিধাননগরের CP-কে শোকজ। রাজ্য পুলিশের DG রাজীব কুমারকে শোকজ, জবাব তলব করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে রাজীব কুমারের জবাব চাইল রাজ্য সরকার। বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমারেরও জবাব তলব করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট অনুযায়ী রাজীব কুমারকে সরকারের শোকজ করা হয়েছে, এমনটাই খবর।বিধাননগরের DCP অনীশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দায়িত্বে গাফিলতির অভিযোগে অনীশ সরকারের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত করার কথাও বলা হয়েছে। বিভাগীয় তদন্ত শেষ না হওয়া পর্যন্ত DCP অনীশ সরকার সাসপেন্ড। এছাড়াও, ক্রীড়া দফতরের প্রধান সচিব রাজেশ কুমার সিন্হাকেও শোকজ করা হয়েছে। যুবভারতীর দায়িত্ব থেকে সরানো হল অবসরপ্রাপ্ত আমলা দেবকুমার নন্দনকে।
যুবভারতীকাণ্ডে ৪ IPS-এর নেতৃত্বে SIT গঠন করল রাজ্য সরকার। SIT-এ IPS পীযূষ পাণ্ডে, জাভেদ শামিম, সুপ্রতিম সরকার, মুরলিধর রয়েছেন। যুবভারতী ক্রীড়াঙ্গনে বেনজির বিশৃঙ্খলার অভিযোগে শীর্ষ পুলিশ কর্তাদের শোকজ করা হয়েছে। কর্তব্যে গাফিলতির অভিযোগে একের পর এক পুলিশ কর্তাকে শোকজ করা হয়েছে। সাসপেন্ড বিধাননগরের DCP অনীশ সরকার, বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায়ের নেতৃত্বে ৩ সদস্যের কমিটির রিপোর্টের ভিত্তিতে এই নির্দেশ।
এ প্রসঙ্গে অবসরপ্রাপ্ত বিচারপতি অসীম রায় বলেন, 'কমিটি গঠন করার পর আমি নিজে যুবভারতী ক্রীড়াঙ্গনে যাই। সেখানে দেখি চতুর্দিকে জলের বোতল ছড়ানো। চেয়ার ভাঙা, লন্ডভন্ড সব। এও জানতে পারি, আগের দিন পুলিশের সঙ্গে উদ্যোক্তাদের বৈঠকও হয়। কিন্তু এর পরও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছেই। যা এখনও তদন্ত সাপেক্ষ। এটার এনকোয়ারি হবে। তবে সবদিক বিচার করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিভাগীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।'
যুবভারতীকাণ্ডে গঠিত SIT-এ রয়েছেন, ADG আইন-শৃঙ্খলা জাভেদ শামিম, ব্যারাকপুরের পুলিশ কমিশনার, ADG দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার, মুখ্যমন্ত্রীর নিরাপত্তার দায়িত্বপ্রাপ্ত পীযূষ পাণ্ডে।
এদিকে, ক্রীড়ামন্ত্রীর পদ থেকে ইস্তফার ইচ্ছাপ্রকাশ অরূপ বিশ্বাসের, এমনটাই খবর সূত্রের। ক্রীড়ামন্ত্রীর পদে ইস্তফা দিতে চেয়ে মুখ্যমন্ত্রীকে অরূপের চিঠি। 'নিরপেক্ষ তদন্তের স্বার্থে ক্রীড়ামন্ত্রী হিসেবে অব্যাহতি চাইছি', মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে ইস্তফার ইচ্ছাপ্রকাশ অরূপ বিশ্বাসের। 'ক্রীড়ামন্ত্রীর পদে অরূপের ইস্তফা, সূত্রের খবর অনুমোদন করেছেন মুখ্যমন্ত্রী', অরূপ বিশ্বাসের পদত্যাগ নিয়ে এমনই দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের।