ঝিলম করঞ্জাই, কলকাতা: মৃত্যুর পরও অন্যের জীবনদান। দু’দিন আগে, হঠাত্‍ই অচৈতন্য হয়ে পড়েন হরিদেবপুরের (Hardiebpur) এক মহিলা। হাসপাতালে ভর্তির পর, ব্রেন ডেথের (Brain Death) ঘোষণা করেন চিকিত্‍সকরা। তাঁরই লিভার (Liver) ও দুটি কিডনিতে নতুন জীবন পেতে চলেছেন ৩ জন। একের অঙ্গে একাধিক প্রাণের স্পন্দন। ঢাকুরিয়া AMRI হাসপাতালে, ব্রেন ডেথ হওয়া রোগীর অঙ্গে নতুন জীবন ফিরে পাওয়ার অপেক্ষায় একাধিক রোগী।


উল্লেখ্য, মঙ্গলবার, হঠাত্‍ই বাড়িতে অজ্ঞান হয়ে যান, হরিদেবপুরের বাসিন্দা, বছর ৩৯-এর এক মহিলা। তাঁর মৃগী রোগ ছিল। ঘটনার সময় বাড়িতে কেউ ছিল না। তাঁর স্বামী ফিরে এসে দেখেন, অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন স্ত্রী। তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাপাতালে। চিকিত্‍সকরা জানান, রোগীর ব্রেন কাজ করছে না। ভেন্টিলেশনে কিছুটা সক্রিয় করে রাখা হয় বিভিন্ন অঙ্গ-প্রত্যঙ্গ। এরপরই পরিবারের সঙ্গে আলোচনা করে, অঙ্গদানের সিদ্ধান্ত নেওয়া হয়।  


আমরি হাসপাতালের চিকিৎসক রূপক কুণ্ডু বলছেন, ''ওঁনাকে দুপুর ১২টায় আমরি হাসপাতালে আনা হয়েছিল। তখন থেকে শারীরিক অবস্থা খারাপ। ব্রেন কাজ করছিল না। প্রায় অকেজো হয়ে গিয়েছিল। ক্ষতিগ্রস্ত অন্য অর্গান। ভেন্টিলেটরি সাপোর্ট কিছুটা সক্রিয়। ব্রেন সক্রিয় করা যায়নি।''


হাসপাতাল সূত্রে খবর, ব্রেন ডেথ হওয়া মহিলার লিভার SSKM’এর এক রোগীকে। একটি কিডনি RN টেগোর হাসপাতালে এক রোগীর শরীরে ও আরেকটি কিডনি কমান্ড হাসপাতালের এক রোগীকে দেওয়া হবে। অন্যের শরীরে এভাবেই বেঁচে থাকবেন হরিদেবপুরের এই মহিলা। 


কিছুদিন আগেই ফের রাজ্যে অঙ্গদানের অনন্য নজির দেখা গিয়েছিল। ব্রেন ডেথ হওয়া ব্যক্তির অঙ্গদানের সিদ্ধান্ত পরিবারের। যার জেরে একইসঙ্গে সুস্থ জীবনের পথে এগোতে চলেছে বেশ কয়েকটি জীবন। অ্যাপোলো হাসপাতালে ব্রেন ডেথ ঘোষণা করা হয় ব্যারাকপুর পুর এলাকার বাসিন্দা ৪৯ বছরের ওই ব্যক্তির। যার পরই পরিবার অঙ্গদানের সিদ্ধান্ত নেয়। হাসপাতাল সূত্রে খবর, হৃদযন্ত্র আরএন টেগোর হাসপাতাল, একটি কিডনি এসএসকেএম ও আরেকটি কিডনি ও লিভার অ্যাপোলো হাসপাতালে প্রতিস্থাপন করা হবে। 


মউ স্বাক্ষরিত হল রুবি হাসপাতালের: উল্লেখ্য গত ১৫ জুলাই অঙ্গ প্রতিস্থাপনে বহু বছরের অভিজ্ঞতা রয়েছে, চেন্নাইয়ের এরকম হাসপাতালের সঙ্গে মউ স্বাক্ষরিত হল রুবি হাসপাতালের। লিভার প্রতিস্থাপনের জন্য, রুবি হাসপাতালের চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে। খুব তাড়াতাড়ি প্রতিস্থাপন শুরু হবে রুবি হাসপাতালে। এবার রুবি হাসপাতালেই হবে লিভার ট্রান্সপ্লান্ট! অঙ্গ প্রতিস্থাপনে বহু বছরের  অভিজ্ঞতা রয়েছে, চেন্নাইয়ের Gleneagles Global Health City হাসপাতালের। সেই হাসপাতালের সঙ্গে এবার মউ স্বাক্ষরিত হল রুবি হাসপাতালের।