মুম্বই: 'যুগ যুগ জিও' (Jug Jug Jio), 'ভুল ভুলাইয়া ২' (Bhool Bhoolaiya 2)... একের পর এক বক্স অফিসে হিট কিয়ারা আডবাণী (Kiara Advani)-র ছবি। প্রযোজকদের অনেকেই মনে করছেন, কিয়ারা 'লাকি' অর্থাৎ, তিনি থাকলেই নাকি ছবি হিট। তবে কিয়ারার কেরিয়ারের প্রথম দিকের ছবি গুড নিউজ (Good News)। সেই ছবিতে কিয়ারার সহ অভিনেরত্রী ছিলেন করিনা কপূর (Kareena Kapoor)। আর এই শো-তে করিনার থেকে কী কী শিখেছিলেন করিনা? এক সাক্ষাৎকারে প্রকাশ্যে আনলেন সেই কথা। 


কিয়ারা জানান, শ্যুটিংয়ের সময় নাকি করিনার থেকে কিভাবে ক্যামেরার মুখোমুখি দাঁড়াতে হয় আর অভিনয় করতে করতেও কীভাবে ক্যামেরার ফ্রেমকে মাথায় রাখতে হয় তা শিখেছিলেন কিয়ারা। করিনার প্রশংসায় পঞ্চমুখ কিয়ারা বলেছিলেন, 'উনি দুর্দান্ত অভিনেত্রী। ওঁর থেকে কত কী শেখার আছে। ওঁর থেকে আমি শিখেছিল ঠিক কিভাবে ক্যামেরার মুখোমুখি দাঁড়াতে হয়।'


আরও পড়ুন: Rajeev Charu: বিচ্ছেদের গুঞ্জনের মধ্যেই গণেশ চতুর্থীতে ফের কাছাকাছি রাজীব-চারু!


কিয়ারা বলছেন, 'শ্যুটিং করার সময় একটা বিশেষ দৃশ্য নিয়ে আমি খুব চিন্তিত ছিলাম। অভিনয়ের দিকেই মন ছিল। খেয়াল থাকছিল না ক্যামেরা কোথায়। ফলে বার বার ফোকাস হারিয়ে ফেলছিলাম। কিন্তু এটা করিনা কখনও করতেন না। আমি দেখতাম, অভিনয় করতে করতে উনি সবসময় ক্যামেরার দিকে নজর রাখছেন। সবসময় ওর খেয়াল থাকত কোথায় ক্যামেরা আছে। এমনকি যদি ক্যামেরা ওঁর পেছনে থাকত, তখনও।'


'ভুল ভুলাইয়া ২' (Bhool Bhoolaiya 2)-এর প্রচারের সময় কিয়ারা জানিয়েছিলেন, তিনি পারিবারিক ছবিতে অভিনয় করতে চান। কারণ হিসেবে তিনি জানান, ছবি পরিবারের মনোরঞ্জনের জন্য। ৩ ঘণ্টা সমস্ত চিন্তা ভুলে ছবিতে ডুবে থাকার জন্যই তো ছবি দেখে মানুষ। যে ছবি সবাই একসঙ্গে বসে দেখতে পারবে, সেই ধরণের ছবিতে অভিনয় করাই তাঁর লক্ষ্য।