দক্ষিণ ২৪ পরগনা: চিকিৎসাধীন কিশোরীর শ্লীলতাহানির পর আজ আক্রান্ত চিকিৎসক! তরুণীর মৃত্যুতে উত্তেজনা ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে। মূলত, পেটের অসুখ নিয়ে ফিমেল মেডিসিন ওয়ার্ডে ভর্তি হন এক তরুণী। চিকিৎসার গাফিলতিতে মৃত্যুর অভিযোগ মৃতের পরিবারের।


চিকিৎসাধীন কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ


মৃত্যুর পরই পরিবারের লোকেরা চড়াও হয় চিকিৎসকের ওপর। আক্রান্ত চিকিৎসক আবু বক্কর সিদ্দিকি। চিকিৎসককে মারধরের অভিযোগ মৃতের পরিবারের বিরুদ্ধে। চিকিৎসক নিগ্রহের ঘটনায় গ্রেফতার ২ । বুধবার ICU-তে চিকিৎসাধীন কিশোরীর শ্লীলতাহানির অভিযোগ ওঠে। এই ঘটনায় এক সাফাই কর্মীকেও গ্রেফতার করে ডায়মন্ড হারবার থানার পুলিশ।এদিকে সদ্যই ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজে চিকিৎসাধীন নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ ওঠে ২ জনের বিরুদ্ধে। কিশোরীকে ভয় দেখিয়ে মুখ বন্ধ রাখার হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় এক সাফাই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। অপর অভিযুক্তকে চিহ্নিত করার কাজ চলছে। 



'রাতে তাকে স্থানান্তরিত করা হয়েছিল ICU-তে , সেখানেই তাঁর শ্লীলতাহানি করে ২জন '


আর জি কর মেডিক্য়াল কলেজে কর্মস্থলে ধর্ষণ করে খুন করা হয়েছিল চিকিৎসককে। এই ঘটনার ৬ মাসের মাথায়, এবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার মেডিক্য়াল কলেজের ICU-তে এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ উঠেছিল। হাসপাতাল সূত্রে খবর,শনিবার বছর ১৫-র ওই কিশোরীকে সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। রাতে তাকে স্থানান্তরিত করা হয়েছিল ICU-তে। নির্যাতিতার অভিযোগ, সেখানেই তাঁর শ্লীলতাহানি করে ২জন । তাঁরা ওই হাসপাতালেই কাজ করেন বলে নাবালিকার দাবি। নির্যাতিতার মায়ের দাবি, এরপরই মেয়েকে হাসপাতাল থেকে ছুটি করিয়ে বাড়িতে নিয়ে আসেন তিনি। ঘটনার প্রতিবাদে রোগীদের নিরাপত্তার দাবিতে বুধবার হাসপাতালে বিক্ষোভ দেখান অন্য রোগীর আত্মীয়-পরিজনেরা।


আরও পড়ুন, খেলা আবার হবে,আরও জোরে মারতে হবে ২৬-এ : মমতা


এই ঘটনায় রীতিমতো আতঙ্কিত তাঁরা। বিক্ষোভকারী হৃদয় পুরকায়স্থ বলেন,জঘন্যতম পাশবিক নির্যাতন হয়েছে পেশেন্টের ওপর।মুখ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী মহিলা হয়েও মহিলাদের নিরাপত্তা নেই।' এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজের সুপার  তন্ময় পাঁজা বলেন, কমপ্লেন পাওয়ার সঙ্গে রিটন কমপ্লেন পুলিশকে দিয়েছি। তদন্ত চলছে।ইন্টারনাল তদন্ত কমিটি গঠন হয়ে গেছে । ডায়মন্ড হারবার থানায় শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেছেন নির্যাতিতা নাবালিকার মা। বিনোদ পণ্ডিত নামে হাসপাতালের এক সাফাই কর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু হয়েছে।আরেক অভিযুক্তকে শনাক্ত করার চেষ্টা চলছে।