কলকাতা : জ্বালানির যন্ত্রণা অব্যাহত। পেট্রোলের পর এবার রাজ্যের ৬ জেলায় ১০০ পার করল ডিজেল। এই জেলাগুলি হল, দার্জিলিং, আলিপুরদুয়ার, কোচবিহার, মুর্শিদাবাদ, নদিয়া ও পুরুলিয়া।



ইতিমধ্যেই দেশে সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে পেট্রোলের দাম। এই নিয়ে ১৫ দিনে ১৩ বার দাম বাড়ল জ্বালানির।



  • লিটারপ্রতি ৮৩ পয়সা বেড়ে কলকাতায় আজ পেট্রোলের দাম হয়েছে ১১৪ টাকা ২৮ পয়সা।

  • লিটারে ৮০ পয়সা বেড়ে কলকাতায় আজ ডিজেলের দাম ৯৯ টাকা ২ পয়সা।

  • এই ১৫ দিনে পেট্রোলের দাম বেড়েছে লিটারপ্রতি ৯ টাকা ৬১ পয়সা।

  • ডিজেলের দাম বেড়েছে ৯ টাকা ২৩ পয়সা। 
    জ্বালানির লাগাতার দাম বৃদ্ধির প্রতিবাদে, সোমবার ঢাকুরিয়ায় ইন্ডিয়ান ওয়েল কর্পোরেশনের অঞ্চলিক দফতরের সামনে বিক্ষোভ দেখালেন দক্ষিণ কলকাতা জেলা কংগ্রেসের কর্মী-সমর্থকরা। ফাঁকা সিলিন্ডারে ফুলের মালা দিয়ে বিক্ষোভ দেখান তাঁরা। রাজভবনের সামনেও বিক্ষোভ দেখান কংগ্রেস কর্মীরা। মূল্যবৃদ্ধি নিয়ে রাজ্যপাল নীরব। 



পেট্রোপণ্যের দাম বৃদ্ধি নিয়ে মোদি সরকারকে নিশানা করলেন দলীয় সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী। বিজেপি সাংসদ ট্যুইটে লিখেছেন, প্রতিদিন পেট্রোল, ডিজেল ও কেরোসিনের দাম বৃদ্ধি দেশে বিদ্রোহের পরিস্থিতি তৈরি করছে। এই ধরনের কাজ অর্থ মন্ত্রকের মেধার দৈন্যের প্রমাণ। এটা দেশের স্বার্থবিরোধী। জ্বালানির দাম বাড়িয়ে বাজেটের ঘাটতি পূরণ করা চরম অযোগ্যতা। ট্যুইটে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামীর।