প্রকাশ সিনহা, কলকাতা : ডিজিটাল অ্যারেস্ট ( Digital Arrest ) নিয়ে তোলপাড় সারা দেশ। বারবার সতর্কবার্তা সত্ত্বেও একের পর এক মানুষ সর্বস্বান্ত হয়েছেন। প্রধানমন্ত্রী নিজেও সতর্ক করেছেন। কিন্তু হুঁশ ফেরেনি অনেক মানুষের। কথার ফাঁসে ফেলে ত্রাসের পরিবেশ তৈরি করে ধনে-প্রাণে মারছে সাইবার-অপরাধীরা। কখন কীভাবে ফাঁদ পাতছে তারা, বুঝেই উঠতে পারছেন না অনেকে। এবার সাইবার প্রতারণার তদন্তে নেমে কলকাতায় ১০০টি ভাড়াটে ব্যাঙ্ক অ্যাকাউন্টের হদিশ পেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

কী এই ভাড়াটে অ্যাকাউন্ট ? ED সূত্রে খবর, দেড়-দু’মাসের জন্য ৬০-৭০ হাজার টাকায় এই অ্যাকাউন্টগুলি প্রতারকরা ভাড়া নিত। অর্থাৎ বিভিন্ন ব্য়ক্তিকে টাকার প্রলোভন দেখিয়ে তাদের নামে অ্যাকউন্ট ওপেন করা হত। তারপর সেই অ্যাকাউন্টগুলি টাকা লেনদেনের জন্য ব্যবহার হত। যাদের নামে অ্যাকাউন্ট তারা বেশিরভাগই জানত না, তাদেরই ব্যক্তিগত ডিটেইল ব্যবহার করে খোলা ব্যাঙ্ক অ্যাকাউন্ট কত বড় বেআইনি কাজে ব্যবহার করছে সাইবার অপরাধীরা। 

ED সূত্রে দাবি, ডিজিটাল অ্যারেস্ট-সহ একাধিক সাইবার প্রতারণার টাকা ঢোকা এবং বেরিয়ে যাওয়ার পরেই বন্ধ করে দেওয়া হত এই অ্যাকাউন্টগুলি। কলকাতার ৫টি ব্যাঙ্কে এই ১০০টি ভাড়াটে অ্যাকাউন্ট চিহ্নিত করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যাঙ্কগুলিকে চিঠি দিয়ে অ্যাকাউন্ট সম্পর্কে তথ্য এবং স্টেটমেন্টের কপি চেয়েছে ED. কেন্দ্রীয় এজেন্সি সূত্রে খবর, ডিজিটাল অ্যারেস্ট মামলায় ধৃত চিরাগ কাপুরকে জেরা করে ভাড়াটে অ্যাকাউন্টের হদিশ মেলে। 

কে এই চিরাগ কাপুর? ইডি সূত্রে খবর, ডিজিটাল প্রতারণার তদন্তে নেমে তারা জানতে পারে, দেশজুড়ে ডিজিটাল অ্যারেস্টের মাধ্যমে প্রতারণার চক্র কাজ করছে ব্যাঙ্গালোর থকে। তারা  মানুষকে ঠকিয়ে ১৮৫ কোটি টাকা আত্মসাৎ করেছে প্রায়। টাকার অঙ্কটা আরও বেশিও হতে পারে। ইডি জানতে পারে, দেশজুড়ে সক্রিয় এই প্রতারণাচক্রের মূল পাণ্ডা দু'জন। চিরাগ কপুর এবং যোগেশ দুয়া। এই দুই পাণ্ডাকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।  চিরাগ কপুরকে গ্রেফতার করা হয় ব্যাঙ্গালোর থেকে আর যোগেশ দুয়াকে গ্রেফতার করা হয় দিল্লি থেকে। এই চিরাগকে  হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ইডি। তাতেই বেরিয়ে আসে নানা চাঞ্চল্যকর তথ্য । 

ইডি সূত্রে খবর, দেশজুড়ে দায়ের হয়েছে প্রায় হাজারখানেক কেস। তার মধ্যে কলকাতায় অভিযোগ হয়েছে ৭১টি।  দেশজুড়ে কীভাবে এই চক্র কাজ করত, কোথায় কোথায় এজেন্টরা রয়েছে, তা খতিয়ে দেখছে ইডি।