শিবাশিস মুখোপাধ্যায়, কলকাতা : গরুপাচার মামলায় অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির নিরপেক্ষ তদন্তের দাবিতে রাস্তায় নেমেছিল তৃণমূলের ছাত্র ও যুব সংগঠন। তারপরই এ নিয়ে সরব হলেন দিলীপ ঘোষ। বুধবার মর্নিং ওয়াক সেরে ফেরার সময় এ প্রসঙ্গে দিলীপ বললেন, এটা আফগানিস্তান হয়ে গিয়েছে নাকি !
'এটা কি আফগানিস্তান'
এবার CBI, ED’র মতো কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগে রাস্তায় নামছে মহিলা তৃণমূল কংগ্রেস। বৃহস্পতিবার কলকাতার বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে মেয়ো রোডে গাঁধী মূর্তি পর্যন্ত মিছিল করবেন মহিলা তৃণমূলের কর্মী সমর্থকরা। তবে শুধু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার বিরুদ্ধেই নয়, রান্নার গ্যাসের আকাশছোঁয়া দাম, এবং বিলকিসকাণ্ডে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ১১ অপরাধীকে মুক্ত করার গুজরাত সরকারের সিদ্ধান্তের প্রতিবাদেও মিছিল করবে মহিলা তৃণমূল। এ প্রসঙ্গেও তোপ দাগেন দিলীপ। তিনি বলেন, ' সিবিআই-ইডিকে ভয় দেখানো হচ্ছে। তদন্ত ছেড়ে তারা যাতে চলে যায় সেই পরিস্থিতিও তৈরি করা হচ্ছে। এটা কি আফগানিস্তান হয়ে গেছে? '
'দুর্নীতি থেকে নজর ঘোরাতেই পুজোর আবহ'
অন্যদিকে, সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, রাজ্য সরকার পুজো কমিটিগুলিকে অনুদান দেবেন ৬০ হাজার টাকা করে। ৪৩ হাজার পুজো কমিটি ৬০ হাজার টাকা করে অনুদান পাবে। সেই সঙ্গে তিনি জানান, এবছর, ৩০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবর সরকারি কর্মচারীদের পুজোর ছুটি থাকবে। উৎসব শুরু হয়ে যাবে ১ সেপ্টেম্বর থেকে। এই বিষয়ে কড়া প্রতিক্রিয়া দেন দিলীপ। বলেন, ' দুর্নীতি থেকে নজর ঘোরাতেই পুজোর আবহ তৈরি করা হচ্ছে। তাই আগে ভাগেই ক্লাবগুলিকে অনুদান দেওয়া হল। '
গরুপাচার মামলায় বুধবার অনুব্রত মণ্ডলকে আদালতে পেশ করবে সিবিআই। তার আগে হুমকি চিঠি পান আসানসোলের বিশেষ CBI আদালতের বিচারক! ' অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে, পরিবারকে মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে। ' এমনই লেখা রয়েছে সেই চিঠিতে। তবে যাঁর নামে এই চিঠি দেওয়া হয়েছে, তাঁর দাবি, এ বিষয়ে বিন্দুবিসর্গ জানেন না তিনি! এই প্রসঙ্গে দিলীপের দাবি, ' ভয়ের পরিবেশ তৈরি করা হয়েছে। বাদ যাচ্ছেন না বিচারকরাও। '
CBI’এর পর মঙ্গলবার কলকাতার ভোটারদের নিয়েও বিস্ফোরক মন্তব্য করেন দিলীপ ঘোষ। ' দুর্নীতি নিয়ে নয়, কলকাতার ভোটাররা শুধু চিন্তা করেন নিজেদের কথা। ' মন্তব্য করেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি। প্রধানমন্ত্রীর হাতে থাকা কর্মীবর্গ মন্ত্রকের অধীনস্থ CBI’এর সঙ্গে তৃণমূলের কার্যত সেটিংয়ের অভিযোগ তুলে শোরগোল ফেলে দিয়েছেন দিলীপ ঘোষ।