কলকাতা: কাল অযোধ্যায় (Ayodhya) রাম মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী (PM Narendra Modi)। আর একইদিনে কলকাতায় মুখ্যমন্ত্রীর ডাকে 'সংহতি মিছিল'। হাজরা থেকে পার্ক সার্কাস অবধি সংহতি মিছিলের ডাক দিয়েছেন মমতা বন্দ্য়োপাধ্যায়। আর যা নিয়ে কটাক্ষ করলেন বিজেপি সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। 


সংহতি মিছিলকে কটাক্ষ: আগামীকাল সোমবার অযোধ্য়ায় রাম মন্দিরের উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি (Narendra Modi)। সেদিনই কালীঘাট মন্দির, মসজিদ, গির্জা, গুরুদ্বার ছুঁয়ে মিছিল করবেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। রাম মন্দির উদ্বোধনের দিন মমতা বন্দ্যোপাধ্য়ায়ের (Mamata Banerjee) এই সংহতি মিছিলের তীব্র সমালোচনা করেছে বিজেপি। এদিন দিলীপ ঘোষ বলেন, 'যাঁরা সংহতির মিছিলের নামে সংহতি নষ্ট করেন, তাঁরাই আবার রাস্তায় নামছে'। 


চলিত সপ্তাহেই এই মিছিলের কর্মসূচি ঘোষণা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। তিনি বলেছিলেন, "আমি প্রথমে নিজে কালী মন্দিরে যাব। ওটা সবাই যাবে না। আমি মা কালীকে পুজো দিয়ে, হাজরা থেকে সর্ব ধর্মের মানুষকে নিয়ে, মিছিল করে, পার্ক সার্কাস ময়দানে গিয়ে, আমরা একটা মিটিং করব। মা কালীকে ছুঁয়ে, মন্দির-মসজিদ-গুরুদ্বার, ওখানে অনেক গির্জাও আছে। সবকিছুকে ছুঁয়ে সব ধর্মের মানুষকে নিয়ে, আমরা একটা র‍্যালি করব এবং আমি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে এই র‍্যালিটা করব।''


রাত পোহালেই রামলালার প্রাণপ্রতিষ্ঠা। ফুল-মালা-আলোয় সেজেছে অযোধ্যা। সরযূর তীরে বাঁধভাঙা জনপ্লাবন। মুখে মুখে রামচরিতমানস, রাম-সীতার গান। নব নির্মিত রাম মন্দির ও কৃষ্ণশিলার রামলালাকে দর্শন করতে সারা দেশের নানা প্রান্তের মানুষ পৌঁছে গিয়েছেন অযোধ্যায়। মিলেমিশে একাকার বিভিন্ন রাজ্যের সংস্কৃতি। মুখে মুখে শোনা যাচ্ছে রাম-সীতার গান। চলছে রামচরিতমানস পাঠ। সাধারণ মানুষের পাশাপাশি, এসেছেন ভক্ত ও সাধু-সন্তরা। পাশাপাশি, আসছে রামলালার জন্য নানা উপহার। শুক্রবারই মন্দিরে এসেছে ২ হাজার ৪০০ কেজি ওজনের ঘণ্টা। শনিবার উত্তরপ্রদেশের আলিগড় থেকে এসেছে ৪০০ কেজির তালা-চাবি। গুজরাতের ভডোদরা থেকে এসেছে ১০৮ ফুট লম্বা ধূপ। শনিবারই হায়দরাবাদ থেকে এসেছে একটি লাড্ডু, যার ওজন ১ হাজার ২৬৫ কেজি। জ্বালা হয়েছে ৩০০ ফুটের প্রদীপ। এসবের পাশাপাশি, আনা হয়েছে বিভিন্ন নদীর জল।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।  


আরও পড়ুন: Ram Mandir Inauguration:হরেক রঙের কাপড়ে মণি-মুক্তোর কাজ, সাতদিনে সাতরকম পোশাকে সাজসজ্জা রামলালার