কলকাতা : বসিরহাটে ( Basirhat ) গুলিবিদ্ধ পুলিশ মিনাখাঁয় বিস্ফোরণে নিহত শিশু। সাঁইথিয়ায় ( Sainthiya ) উড়ল ‘পা’ । বাসন্তীতে ( Basanti ) বোমা-গুলি । কেশপুরে ( Keshpur ) উড়ল আঙুল। কুলপিতে ( Kulpi ) বিস্ফোরণে জখম কিশোর । কাঁকিনাড়ায় বিস্ফোরণে শিশু-মৃত্যু । একের পর এক ভয়াবহ ঘটনা বঙ্গজুড়ে। পঞ্চায়েত ভোটের আগে উত্তপ্ত রাজ্যের পরিস্থিতি। বিরোধীরা সরব। পঞ্চায়েত ভোটের আগে ক্রমেই উত্তাপ চড়ছে বঙ্গভূমিতে।
এই পরিস্থিতিতে ফের চাঁচাছোলা বিজেপি সাংসদ দিলীপ ঘোষ ( Dilip Ghosh )। বললেন, ' বোমা বিস্ফোরণ এখন কোনও খবর নয়। সাধারণ ঘটনা হয়ে গেছে। যার কপালে আছে বাঁচবে, যার নেই সে যাবে।' মালদার মানিকচকে বোমা বিস্ফোরণে দুই শিশুর জখম হওয়া প্রসঙ্গে প্রতিক্রিয়া দিলীপ ঘোষের।
Dilip Ghosh: ওন্দার বিজেপি বিধায়কের 'পৃথক রাঢ়বঙ্গ'-র দাবি খারিজ দিলীপের
কাঁকিনাড়া থেকে কুলপি। মিনাখাঁ থেকে মানিকচক। পঞ্চায়েত ভোটের আগে, কোথাও বোমা ফেটে বাচ্চাদের প্রাণ যাচ্ছে, কোথাও রক্ত ঝরছে! কিন্তু, এত বোমা-বারুদ আসছে কোথা থেকে? কতদিন এভাবে সন্ত্রাসের খেসারত দিতে হবে কচিকাঁচাদের? সেই প্রশ্ন জোরাল হচ্ছে বিভিন্ন মহলে। মানিকচকে বোমাকে বল ভেবে খেলতে গিয়ে ফের জখম হল দুই শিশু! অন্যদিকে, সেই দিনই ফের বোমার হদিশ মিলল কুলপিতে! এই প্রসঙ্গেই মুখ খুললেন দিলীপ।
বোমা-বারুদের আঁচ থেকে নিস্তার পাচ্ছে না কচিকাঁচারাও। মঙ্গলবার দুপুরে মালদার মানিকচকের বালুটোলা গ্রামে আমবাগানে খেলছিল দুই শিশু। বলের মতো কিছু একটা দেখে, সেটা কুড়িয়ে বাড়িতে নিয়ে আসে তারা। কিন্তু, দেখে সন্দেহ হওয়ায় বাড়ির লোকেরা সেটি ফেলে দিতে বলেন। বাড়ির বাইরে ছুড়ে ফেলতেই প্রচন্ড শন্দে ফেটে যায় গোলাকৃতি জিনিসটি!
অন্যদিকে, মঙ্গলবারই কলকাতায় পা রাখলেন নতুন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। রাজ্যপালকে রাজ্য সরকারের সৌজন্য জ্ঞাপন প্রসঙ্গে দিলীপ খোঁচা দিয়ে বলেন, ' মিষ্টি খাইয়ে লাভ নেই। পশ্চিমবঙ্গ সরকার বিদ্বান, দূরদর্শী রাজ্যপালের অভিজ্ঞতা কাজে লাগালে ভাল হবে।' নতুন রাজ্যপালকে মুখ্যমন্ত্রীর মিষ্টি পাঠানো প্রসঙ্গে কটাক্ষ দিলীপ ঘোষের।