রঞ্জিত সাউ, কলকাতা : কলকাতায় এসে দ্বিতীয়াতেই দুর্গাপুজোর ( Durga Puja 2023 )  উদ্বোধন করে গেলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ( Amit Shah )। জানুয়ারিতে রামমন্দিরের উদ্বোধনের আগেই কলকাতায় রামমন্দিরের আদলে তৈরি মণ্ডপের উদ্বোধন করে গেলেন শাহ। সন্তোষ মিত্র স্কোয়ারের মঞ্চে দাঁড়িয়ে অমিত বললেন, ' মায়ের কাছে প্রার্থনা, বাংলা থেকে ভ্রষ্টাচার, অত্যাচার বন্ধ হোক।  ' অমিত শাহের পুজো উদ্বোধনকে কটাক্ষ করে  অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishek Banerjee )  বলেন, এনারাই বলেছিলেন বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয় না ! 

বাংলায় দুর্গাপুজো করতে দেওয়া হয় না ? কী বললেন দিলীপ ? 

এই প্রসঙ্গে মঙ্গলবার সাংসদ দিলীপ ঘোষকে ( Dilip Ghosh ) প্রশ্ন করা হলে তিনি বলেন, ' হয়না তো করতে দেওয়া ( দুর্গাপুজো )। সামনেই তো বিশ্ব বাংলা গেট। নিউ টাউনের পুজো হচ্ছে। অনুমতি দিয়েছে কোর্ট। হাইকোর্টকে এখানে পুজোর অনুমতি দিতে হয়। এ রাজ্যে পুজো থেকে বিসর্জন সব ক্ষেত্রেই হাইকোর্ট যেতে হয়। তাহলে সরকারের কী ভূমিকা আছে? এ রাজ্যে অনেক পুজোই বেআইনি ভাবে হয়। মানে অনুমতি নেই, তবু পুজো হয়। বসতি বেড়েছে। পুজোর সংখ্যা বেড়েছে। ওনারা ঠিক করে দেবেন কে পুজো করবে আর কে করবে না? যেখানে টাকা দেবেন সেখানে উনি উদ্বোধন করবেন। প্যান্ডেল হয়নি, মূর্তি আসেনি, পুজো উদ্বোধন হয়ে যাচ্ছে। এই ট্রেন্ড তো আগে ছিল না।' 

সুজিত বসুকে দিলীপের নিশানা


মহালয়ার আগে থেকেই পুজো উদ্বোধন শুরু করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। তা নিয়ে আগেও কটাক্ষ করেছিলেন দিলীপ ঘোষ। এবার তাঁর নিশানায় শ্রীভূমি স্পোর্টিং ক্লাব।  দিলীপ বললেন, ' ভিড় কে কন্ট্রোল করবে? যে কন্ট্রোল করবে, সেই তো কন্ট্রোলের বাইরে। সরকারের সঙ্গে বা তৃণমূলের সঙ্গে থাকলে আপনি সব করতে পারবেন। পুজো হোক। সেটা ভালো। কিন্তু এই পুজোর জন্য কত লোকের অসুবিধা হচ্ছে। পুজোর অনেক আগে থেকে সেটা খুলে দেওয়া হচ্ছে। এখন অফিস চলছে, পুজোর বাজার চলছে। তার সঙ্গে পুজো চলছে। পিতৃপক্ষে পুজো চালু করে দেওয়া তৃণমূল শুরু করেছে। এটা অনৈতিক, অধার্মিক। প্রশাসনের দিক থেকেও সেটা উচিত নয়।' 


কয়েকদিন ধরে রাজ্য় রাজনীতিতে তোলপাড় ফেলেছে বিজেপির কোন্দল। তাতে নতুন মাত্রা যোগ করে,সম্প্রতি বিজেপি কর্মীদের বিক্ষোভের ঘটনা নিয়ে, দুই সুর শোনা যায় দুই শীর্ষ নেতা, দলের বর্তমান ও প্রাক্তন রাজ্য় সভাপতির গলায়! সুকান্ত মজুমদার বলেন, 'সমস্ত কিছু আমরা দেখছি, ভিডিও ফুটেজ দেখছি, CCTV ফুটেজ দেখছি। সবার বিরুদ্ধে ব্যবস্থা হবে।' আর দিলীপ ঘোষ বলেন, শাস্তি কতজনকে দেবেন? শাস্তির ভয় দেখিয়ে তো সমাজ চলে না। ...সবাইকে নিয়ে চলার ব্যবস্থা করতে হবে। এবার অবশ্য দলের অন্যদের সঙ্গে সুরে সুর মিলিয়েই তিনি আগাম পুজো উদ্বোধনের বিষয়ে তৃণমূলকে নিশানাই করলেন।  


আরও পড়ুন :


সপ্তমীতে বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণাবর্ত, নিম্নচাপের বৃষ্টিতে পুজোয় দুর্যোগ ?