বিশ্বজিৎ দাশ, পশ্চিম মেদিনীপুর : সামনেই ছাব্বিশের বিধানসভা নির্বাচন। তার আগে তৃণমূলের এবারের একুশে জুলাই পালন নিঃসন্দেহে বাড়তি গুরুত্ব বহন করে। সেই সঙ্গে এবার ২১ জুলাইয়ের আগে থেকে আলোচনায় উঠে এসেছে দিলীপ ঘোষের নাম। নানা কারণে বরাবরই শিরোনামে থাকা দিলীপ ঘোষ, কোনও পদে না থেকেও, এবারও সেই লাইমলাইটে। দুর্গাপুরে নরেন্দ্র মোদির মেগা সভায় দিলীপের না-থাকা নিয়ে জল্পনা হয়েছে বিস্তর।  তিনি তখন দিল্লিতে। বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার সঙ্গে সেদিনই সাক্ষাৎ করেন তিনি। তারপর জানা যায়, তৃণমূলের শহিদ দিবসেই খড়গপুরে বিজেপির শহিদ শ্রদ্ধাঞ্জলি সভায় থাকবেন দিলীপ। সোমবার খড়গপুর থেকে সেই পুরনো মেজাজেই আক্রমণ শানালেন তৃণমূলের উদ্দেশে। বললেন, ' মমতা ব্যানার্জি একটা বার্ষিক উৎসব করেন ডিম ভাতের। শহিদ দিবসটা দিনে দিনে ডিম-ভাত দিবস হয়ে গিয়েছে। আমার যেটা মনে হচ্ছে, এবারে হালচাল দেখে, এটাই বোধহয় শেষ শহিদ দিবস। তারপর আর তৃণমূল শহিদ হবে। ২৬ শে বোধহয় আর ওরা শহিদ দিবস করার সুযোগ পাবে না। '

সম্প্রতি বঙ্গ বিজেপি আয়োজিত বিভিন্ন অনুষ্ঠানে দিলীপের ডাক না পাওয়া, এমনকী দুর্গাপুরে প্রধানমন্ত্রীর সভাতেও তাঁর অনুপস্থিতি, দিলীপ ও বঙ্গ বিজেপির মধ্যে ফাটল চওড়া হওয়ার জল্পনাটা তীব্র করেছে। এমনকী এই প্রশ্নও ওঠে, দিলীপ ঘোষকে ২১ জুলাই কোথায় দেখা যাবে? এসবের মধ্যেই আবার বিজেপির হয়ে শক্ত হাতে ব্যাট ধরলেন দিলীপ ঘোষ।  বললেন, '  অন্য কেউ একুশে জুলাই করবে। কিছু রাজনৈতিক কর্মী শহিদ হয়েছেন পুলিশের গুলিতে। তাঁদের শ্রদ্ধাঞ্জলি জানাবার জন্য যে কেউ করতে পারে। কংগ্রেসী ছিলেন তাঁরা... তৃণমূল লুঠ করে নিয়ে এসেছে। এই দলটাই লুঠের দল।কারও বাড়ি, ঘর, সম্পতি, মান, সম্মান লুঠ করেছে। কংগ্রেসের কাছ থেকে শহিদ লুঠ করে নিয়ে এসেছে। তাতে ওদের কী কন্ট্রিবিউশন আছে? আজকে যারা নেতা হয়ে খাচ্ছে, লুঠছে. তারা ওই শহিদ দিবস ...শহিদদের সঙ্গে কী সম্পর্ক? '

দুর্গাপুরে মোদির সভায় ডাক পাননি দিলীপ ঘোষ। এমনকী, ৩ জুলাই দলের নতুন রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যর আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণের অনুষ্ঠানেও দেখা যায়নি দিলীপ ঘোষকে। এবার ২১ জুলাই কি ফের পুরনো ফর্মে দেখা যাবে দিলীপ ঘোষকে ?