সোমনাথ দাস, বিশ্বজিৎ দাস ও সৌমেন চক্রবর্তী, কলকাতা: দল বললে খড়গপুর থেকেই ফের ভোটে লড়বেন। দলে সক্রিয় হয়েই মন্তব্য করলেন দিলীপ ঘোষ। গত লোকসভা ভোটে নিজের আসন বদল নিয়েও সরব হলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি। পাশাপাশি আসন বদল নিয়ে পরোক্ষভাবে নিশানা করলেন খড়গপুরের বর্তমান বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায়কে। উত্তর এসেছে হিরণের তরফ থেকেও।
প্রায় ৮ মাস কার্যত নিষ্ক্রিয় থাকার পর, রাজ্য রাজনীতিতে ফের সক্রিয় হয়েছেন দিলীপ ঘোষ! পশ্চিমবঙ্গ সফরে আসা অমিত শাহর সঙ্গে দেখা করেছেন। নিয়মিত দলের কর্মসূচিতে অংশ নিচ্ছেন! এই প্রেক্ষিতে প্রশ্ন উঠছে, বিধানসভা ভোটে কি ফের প্রার্থী হবেন দিলীপ ঘোষ? কোন আসনে দাঁড়াতে পারেন তিনি? এই প্রেক্ষাপটে দিলীপ ঘোষের মুখে শোনা গেছে খড়গপুরের কথা। যে খড়গপুর সদর থেকে জিতে একবার বিধায়ক হয়েছিলেন তিনি।
এর আগে, এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে নিজের পছন্দের কেন্দ্র নিয়ে দিলীপ ঘোষ বলেছিলেন, 'আমি আগে যেখানে লড়েছি। খড়গপুরে দু'বার, মানুষ ওখানে জিতিয়েছে, দেখিয়ে দিয়েছে। তো সেই জন্য স্বাভাবিকভাবে ওখানে মানুষের সঙ্গে আমার একটা আত্মিক যোগ আছে। তো পার্টি যদি বলে আমি ওখানেই লড়ব।' কিন্তু, ২০২১ সালে খড়গপুর সদর আসন থেকে জিতে বিজেপির বিধায়ক হন হিরণ চট্টোপাধ্য়ায়। এবার দিলীপ ঘোষের মুখে খড়গপুরের কথা উঠে আসতেই, কড়া প্রতিক্রিয়া দিয়েছেন তিনি।
খড়গপুর সদরের বিজেপি বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় এ নিয়ে বলছেন, 'পার্টিতে কেউ কখনও ইচ্ছা প্রকাশ করে বলতে পারে না যে, আমি অমুক জায়গা থেকে দাঁড়াব। তাহলে তো কোনও গণতন্ত্র থাকবে না।' ২০১৯ সালে মেদিনীপুর লোকসভা কেন্দ্র থেকে জিতে বিজেপি সাংসদ হন দিলীপ ঘোষ। কিন্তু, ২০২৪ সালে তাঁকে সরিয়ে দেওয়া হয় অপেক্ষাকৃত ঝুঁকিপূর্ণ বর্ধমান দুর্গাপুরে। নিজের পছন্দের কেন্দ্র ফেরৎ পাওয়া নিয়ে এবিপি আনন্দকে দেওয়া সাক্ষাৎকারে দিলীপ ঘোষ বলেছেন, 'জানি না, পার্টি কী করবে। আমার ইচ্ছের উপরে সেটা হয় না। আমার ইচ্ছা প্রকাশ করেছি আমি। আমি গতবার ইচ্ছা প্রকাশ করেছিলাম, নির্বাচন লড়ব না, বর্ধমানে যাব না। কিন্তু পার্টি বলেছিল, আমি গিয়েছি। বারবার এরকম হবে, আমার মনে হয় না। পার্টিরও শিক্ষা নেওয়া উচিত।'
এই প্রসঙ্গে, হিরণ বলেন, 'উনি যেটা চ্যালেঞ্জ করেছেন যে, কেন্দ্রীয় নির্বাচন কমিটি ওঁকে দুর্গাপুরে পাঠিয়েছিল সেটা ইনজাস্টিস হয়েছিল ওঁর জন্য যেহেতু উনি রানিং MP ছিলেন। সেই যদি আপনি ধরেন তাহলে আমি তো এখানকার রানিং কাউন্সিলের, রানিং MLA. এখান থেকে উনি পরিষ্কারভাবে স্ট্রেট ফরওয়ার্ড বলছেন যে, আমাকে এখান থেকে সরিয়ে দেওয়া হোক। এখান কার রানিং MLA, সে আমি হই আর যেই হই, তাকে এখান থেকে সরিয়ে দেওয়া তো একই ইনজাস্টিস, লজিক্যালি সেটা ইনজাস্টিস। এটা উনি কেন বলছেন আমি জানি না।'
সোমবারও মেদিনীপুরে একাধিক কর্মসূচি পালন করেন দিলীপ ঘোষ। বাইক মিছিল থেকে পথসভায় অংশ নিতে দেখা যায়। দিলীপ ঘোষকে ফের সক্রিয় হতে দেখে উচ্ছ্বসিত তাঁর কর্মীরাও। শেষ অবধি ছাব্বিশে খড়গপুর সদর কেন্দ্রে বিজেপির প্রার্থী হিসেবে দেখা যাবে কাকে? সেটাই দেখার।