কলকাতা: পঞ্চায়েত নির্বাচনের আগে আবাস যোজনার কথা মুখে মুখি ফিরছে বিজেপি নেতাদের। বিজেপি জিতলে আবাস যোজনায় ঘর মিলবেই বলে প্রতিশ্রুতি দিয়ে চলেছেন তাঁরা। সেই আবহে পশ্চিমবঙ্গের তৃণমূল সরকারের 'লক্ষ্মীর ভাণ্ডার' প্রকল্পের তীব্র সমালোচনা করলেন বিজেপি-র সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, "বাংলার মানুষকে ভিখারি বানিয়ে দিয়েছে তৃণমূল।"


প্রকাশ্য জনসভায় এমন মন্তব্য করেন দিলীপ। তিনি বলেন, "মাসে ৫০০ টাকা পেতে বাড়িতে তালা দিয়ে, রান্নাবান্না বন্ধ করে লাইনে দাঁড়াতে হচ্ছে. একদম ভিখারি হয়ে গিয়েছি আমরা। কিছুই মেলে না। তাই যা পাওয়া যায় তাই ভাল! ৫০০ টাকা হলেও ঠিক আছে! ৫০০ টাকার জন্য সারাদিন লাইন দেন মানুষ।"


বাংলার লক্ষ্মীর ভাণ্ডারের জন্য মানুষকে লাইনে দাঁড়াতে হলেও, কেন্দ্রে নরেন্দ্র মোদি সরকারের কাছ থেকে পরিষেবা পেতে তত কষ্ট করতে হয় না বলেও মন্তব্য করেন দিলীপ। তিনি বলেন, "নরেন্দ্র মোদি আপনার বাড়িতে চাল-ডাল, গ্যাস পৌঁছে দিয়ে গিয়েছেন। শৌচালয় তৈরি করে দিয়েছেনস বাড়ি তৈরি করে দিয়েছেন। কাউকে লাইনে দাঁড়াতে হয়নি। কাউকে চিঠি লিখতে, ফোন করতে বা মেসেজ করতে হয়নি। এই হল পার্থক্য। সুশাসন কাউকে বলে দেখিয়েছেন।"


দিলীপের এই মন্তব্যে যদিও বিতর্ক তৈরি হয়েছে। কারণ পঞ্চায়েত নির্বাচনের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুদারকে যদিও গত কয়েক দিনে জনমোহিনী প্রতিশ্রুতিই দিতে শোনা গিয়েছে। মানুষকে ২০০০ টাকা করে দেবেন বলে জানিয়েছেন সুকান্ত। আবার বিজেপি জিতলে প্রত্যেকে আবাস যোজনার ঘর পাবেন বলেও প্রতিশ্রুি শোনা গিয়েছে। সেই আবহে দিলীপের মন্তব্য খানিকটা হলেও সাযুজ্যপূর্ণ নয় বলে মনে করছকেন অনেকে। 


এ নিয়ে প্রতিক্রিয়া চাইলে তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, "বিজেপি-র অন্তর্দ্বন্দ্ব নতুন কোনও কথা নয়। প্রাক্তন এবং বর্তমান সভাপতির মধ্যে যে গোষ্ঠীদ্বন্দ্ব, সেটা সবাই জানেন। আসলে সমস্যাটা অন্য জায়গায়। বিজেপি মমতার প্রকল্পের সমালোচনা করে। আর দিলীপবাবুর পরিবারের লোকজনই লাইনে দাঁড়িয়ে 'দুয়ারে সরকার' পরিষেবা নেন। এর আগেও দুয়ারে সরকারকে যমের দুয়ারে সরকার বলে বাংলার মানুষকে কটাক্ষ করেছিলেন। আমরা কি ভুলে গিয়েছি?"


যে প্রকল্প নিয়ে বাংলার মানুষকে ভিখারি বলছেন দিলীপ, গুজরাতে বিজেপি তারই অনুকরণ করেছে বলেও মন্তব্য করেন শান্তনু। তিনি বলেন, "নরেন্দ্র মোদি, অমিত শাহ জানলে তো চাকরি চলে যাবে! কারণ লক্ষ্মীর ভাণ্ডার, দুয়ার সরকারের অনুকরণেই গুজরাতে নির্বাচনী ইস্তেহার তৈরি করেছে বিজেপি। সেটা কি ভুলে গিয়েছেন দিলীপবাবু! আসলে মমতা বন্দ্য়োপাধ্যায় বিভিন্ন প্রকল্পের মধ্যে দিয়ে যে শক্তপোক্ত জায়গা গড়ে তুলেছেন, আর বিজেপি যে ভাবে জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, তাতে হিংসা থেকেই এমন কথা বলছেন।"


দিলীপ বাংলার মানুষকে অপমান করেছে বলে মত তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষেরও। তাঁর কথায়, "বাংলার মা-বোনেদের অপমান করেছেন দিলীপ ঘোষ। করোনা কালে সামাজিক সুরক্ষা দিয়েছেন মুখ্যমন্ত্রী। দিলীপ ঘোষ বুঝলে গরুর দুধে সোনা খুঁজে পেতেন না।"