রঞ্জিত সাউ, কলকাতা : মহালয়ায় দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীর ছবিতে মালা দিয়ে তর্পণ করেন মদন মিত্র। কামারহাটির তৃণমূল বিধায়কের ওই কাণ্ড নিয়ে সরব হন বিধানসভার স্পিকারও। রবিবারের ঘটনায় রাজনৈতিক তরজা জমে ওঠে। নিন্দা করেন, ফিরহাদ হাকিমও।  এবার এই বিতর্ক মুখ খুুললেন দিলীপ নিজেও। বললেন, ' নিজে জেল খেটেছেন। তারপর নোংরামি, চ্যাঁছড়ামি করছেন। ' এসব মনে হয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা। 


মদন কী করেছেন 
রবিবার বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি ও বিরোধী দলনেতার ছবিতে মালা পরিয়ে তাঁদের উদ্দেশে কটাক্ষ ছুড়ে দেন মদন মিত্র। তিনি আরও বলেন, ' আগামী বছর যখন পঞ্চায়েত নির্বাচনটা হবে, তারপর তর্পণ করার মতো বিজেপির আর কোনও কর্মী পাওয়া যাবে না।' এ’নিয়ে তুঙ্গে ওঠে রাজ্য রাজনীতির তরজা। কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্রর কার্যকলাপে এদিন ক্ষোভপ্রকাশ করলেন বিধানসভার অধ্যক্ষ। অন্যদিকে, দিলীপ-শুভেন্দুর ছবিতে মালা দিয়ে তর্পণ করা নিয়ে মদনকে ভর্ৎসনা করেন ফিরহাদ হাকিমও। ‘জীবিতের নামে তর্পণ হয় না, দল এসব সমর্থন করে না’, মদনের তর্পণের তীব্র সমালোচনা করে তিরস্কার করেন ফিরহাদ হাকিম। ‘রাজনৈতিকভাবে মতপার্থক্য আছে, কিন্তু এসব সমর্থন করে না দল’, মদনের তর্পণের তীব্র সমালোচনা করে তিরস্কার করেন ফিরহাদ হাকিম। 


মদন মিত্র সব সময় সুস্থ থাকেন না : দিলীপ 
এই ঘটনার ২৪ ঘণ্টা পরও তা নিয়ে রাজনৈতিক তরজা চলে সমানতালে। দিলীপ ঘোষ উত্তর দেন, ' মদন মিত্র সব সময় সুস্থ থাকেন না। স্বাভাবিক থাকেন না। বাপ-ঠাকুর্দার ছবি না পেয়ে আমার ছবি নিয়ে তর্পণ করেছে। এই সমস্ত লোকেদের কথায় কাজে খুব বেশি গুরুত্ব থাকে না।' 


মহালয়ার দিন পিতৃপুরুষের উদ্দেশে জলদানই রীতি। মহালয়া চলে গেছে। কিন্তু, তর্পণ-রাজনীতি নিয়ে বাগযুদ্ধের উত্তাপ এখনও কমছে না।