পূর্ণেন্দ সিংহ, বাঁকুড়া : 'মোদির পিছনে কাঠি দিলে উদ্ধব ঠাকরে হবে, নীতিশ কুমার হবে, মুলায়াম হবে। বাকি শেষে মমতার হবে'। ঠিক এই ভাষাতেই বিরোধীদের হুঁশিয়ারি দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি, সাংসদ দিলীপ ঘোষ। শনিবার সকালে বাঁকুড়া শহরের মাচানতলায় 'চায়ে পে চর্চা' কর্মসূচিতে যোগ দিয়ে এক সভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এই মন্তব্য করেন।  দিলীপ ঘোষ আরও বলেন, ' আমরা সমাজের সঙ্গে আছি। 'যারা পিছনে লাগবে আজ হোক বা কাল 'হয় ভগবান না হলে সিবিআই নিয়ে যাবে।' 'বাঁচার কোন রাস্তা নেই' বলেই তিনি ভবিষ্যদ্বানী করেন।   

  


  এদিন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ রাজ্যের শাসক দল তৃণমূলকে নানাদিক দিয়ে শরবিদ্ধ করেন।  দিলীপ বলেন, 'একটা সময় জঙ্গল মহলের মানুষ বাঘ, হাতির সঙ্গে লড়াই করে বেঁচে ছিল। এখন তার চেয়েও ভয়ঙ্কর তৃণমূল'। এখানকার মানুষ ঐসব শিংওয়ালা, নখওয়ালা, দাঁতওয়ালাদের সঙ্গে লড়াই করে টিকে আছে, আর এরা কোথাকার কে, এরা তো চোর ডাকাত! ' 


আরও পড়ুন : 


শনিবার কারা সতর্ক থাকবেন ? কেমন যাবে আজকের দিন ?              


    এদিন সভার পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অমর্ত্য সেন ও বিশ্বভারতী দ্বৈরথ নিয়েও মুখ খোলেন। তিনি বলেন, 'জমি ছেড়ে দিলেই তো সমস্যা মিটে যায়।'   গরু পাচার মামলা প্রসঙ্গে বি.এস.ফ যোগসাজশের অভিযোগ প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, 'যেই যুক্ত থাক শাস্তি পেতে হবে।'             


 সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'নবজোয়ার কর্মসূচি' নিয়ে বলতে গিয়ে বলেন, 'উনি এখন অমিত শাহ্, নরেন্দ্র মোদিদের নকল করছেন'। এদিন দলের নেতা কর্মীদের সঙ্গে নিয়ে বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি  দিলীপ ঘোষ বাঁকুড়া শহরের লালবাজার থেকে পায়ে হেঁটে মাচানতলায় পৌঁছান। সেখানেই দলের নেতা কর্মীদের সঙ্গে 'চায়ে পে চর্চা'য় যোগ দেন তিনি।                      


আরও পড়ুন :                              


১৩০ বছর পর বুদ্ধপূর্ণিমা ও চন্দ্রগ্রহণের বিশেষ যোগ, কোন কোন রাশির কপালে অর্থবৃষ্টি, পদন্নোতি ?