রাজীব চৌধুরী, বহরমপুর(মুর্শিদাবাদ) : বিজেপি নিরাপদ জায়গা। ডুবন্ত নৌকা ছেড়ে বিজেপিতে আসুন। বহরমপুরে গিয়ে এভাবেই অধীর চৌধুরীকে দলে যোগ দেওয়ার আহ্বান জানালেন দিলীপ ঘোষ। যদিও রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতির বক্তব্য ধর্তব্যে না এনে কটাক্ষ ছুড়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি।
বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষ বলেন, অধীরবাবু হয়ত রাস্তা খুঁজছেন। ডুবন্ত নৌকা ছেড়ে দিয়ে যাচ্ছেন। কিন্তু এটা যেমন ডুবে গেছে ওটাও ফুটো হয়ে গেছে যেটায় যেতে চাইছেন। একটাই সেফ জায়গা আছে- ভারতীয় জনতা পার্টি।
যদিও প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর বক্তব্য, কেউ কি আমার গার্জেন এসেছে নাকি।
তিন বিজেপি বিধায়ক শিবির বদলেছেন। এই তালিকায় রয়েছেন- তন্ময় ঘোষ, বিশ্বজিৎ দাস, সৌমেন রায়। বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন বাবুল সুপ্রিয়। রায়গঞ্জ, হলদিয়ার বিজেপি বিধায়ককে নিয়েও তৈরি হয়েছে জল্পনা। বৃহস্পতিবার জঙ্গিপুরে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভায়, কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দেন ফরাক্কার প্রাক্তন কংগ্রেস বিধায়ক। বিরোধী দল থেকে যখন তৃণমূলে যোগদানের হিড়িক, তখন দিলীপ ঘোষের মন্তব্যে তৈরি হল নতুন জল্পনা। বহরমপুরে দাঁড়িয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীকে, বিজেপিতে যোগদানের পরামর্শ দিলেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি।
দিলীপ ঘোষ বলেন, একটাই সেফ জায়গা আছে- ভারতীয় জনতা পার্টি। যদিও দিলীপের মন্তব্যে গুরুত্ব না দিয়ে পাল্টা কটাক্ষ ছুড়ে দিয়েছেন অধীর চৌধুরী। তিনি বলেন, রাজনৈতিক লাফাঙ্গা এগুলো। তাঁর জবাব আমাকে দিতে হবে ? কী করতে হবে না হবে সেটা আমি জানি। কাউকে আমাকে জ্ঞান দিতে হবে না। এসব রাজনৈতিক লাফাঙ্গাদের কোনও ভাবনার জবাব দেওয়াকে আমি উচিত বলে মনে করি না।
১৯৯৯ থেকে টানা পাঁচবার বহরমপুরের সাংসদ অধীর চৌধুরী। বর্তমানে কংগ্রেসের লোকসভার দলনেতা। আর তাঁকেই দিলীপ ঘোষের প্রস্তাব ঘিরে, নতুন জল্পনা শুরু হয়েছে রাজ্য রাজনীতিতে।