জলপাইগুড়ি: হড়পা বানে (Flash Flood) স্বজনহারার অভিযোগ দায়ের মালবাজার থানায় (Malbazar Poilce Station)। মালবাজার পুরসভা (Malbazar Municipality) ও সেচ দফতরের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ। মালবাজার থানায় অভিযোগ দায়ের স্বজনহারা দিলীপ পণ্ডিতের। 


হড়পা বানে প্রাণ গেল ৮ জনের: দশমীর রাতে মাল নদীর ভয়ঙ্কর হড়পা বান কেড়ে নিয়েছে ৮ জনের প্রাণ। জলের স্রোতে ভেসে যাচ্ছে একের পর এক মানুষ। চারদিকে আর্তনাদ, ভয়ঙ্কর এই দৃশ্য দেখে এখনও অনেকের শিরদাঁড়া দিয়ে ঠান্ডা স্রোত বয়ে যাচ্ছে। মৃত ৮ জনের মধ্যে রয়েছেন মাল পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বিভাদেবী পণ্ডিত ও তাঁর ৭ বছরের ছেলে অংশ পণ্ডিত। মায়ের সঙ্গে বিসর্জন দেখতে গেছিল ছোট্ট ছেলেটিও। কিন্তু, হঠাৎই সব ওলটপালট হয়ে গেল। স্ত্রী-সন্তানকে হারিয়ে একেবারে অন্ধকারে তলিয়ে গেছেন দিলীপ পণ্ডিত।তাঁর স্ত্রী-সন্তানের মতো, আনন্দ করতে বিসর্জন দেখতে গেছিলেন আরও অনেকে। কিন্তু, বুধবারের হড়পা বান কেড়ে নিয়েছে রুনু সাহা ও তাঁর ভাগ্নি ১৩ বছরের উর্মিকেও।হাহাকার ৯ নম্বর ওয়ার্ডের অধিকারী পরিবারেও। জেঠু তপন অধিকারীর সঙ্গে, মাল নদীতে গেছিলেন ফিজিক্স অনার্সের ছাত্র মনোদীপ। কিন্তু কেউই আর প্রাণ নিয়ে ফিরে আসেননি। জলের তোড়ে ভেসে গেছিলেন বাড়ির বৃদ্ধা ও এক শিশুও। কিন্তু কোনওরকমে তাঁদের উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা।


মালবাজারে বিজেপির প্রতিনিধি দল: দুর্গাপুজোর বিসর্জনে জলপাইগুড়িতে ভয়ঙ্কর দুর্ঘটনায় আজ মালবাজারে ঘটনাস্থলে যায় বিজেপির ৯ সদস্যের প্রতিনিধিদল। বিজেপির প্রতিনিধিদলে রয়েছেন এক সাংসদ, ৭ বিধায়ক ও জলপাইগুড়ির বিজেপি জেলা সভাপতি। বিজেপি সাংসদ, বিধায়করা স্থানীয়দের সঙ্গে কথা বলেন। ঘুরে দেখেন ঘটনাস্থল। মাদারিহাটের বিজেপি বিধায়ক মনোজ টিগ্গার অভিযোগ, অপরিকল্পিতভাবে নদীর গতিপথ ঘোরানো হয়েছে। ব্রিজের পিলারের ২০০ মিটারের মধ্যে কিছু খনন করা যায় না। কিন্তু এখানে তাও করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি। 


মালবাজারের বাসিন্দা দিলীপ পণ্ডিত হড়পা বানে তাঁর স্ত্রী ও ছেলেকে হারিয়েছেন। তাঁর বাড়িতে যান বিজেপির প্রতিনিধিরা। তিনি বিজেপির নেতাদের দেখে কেঁদে ফেলেন। এরপর বিজেপি প্রতিনিধিরা যান হড়পা বানে মৃত রুনু সাহার বাড়িতে। সেখানে মৃতের আত্মীয়দের সঙ্গে কথা বলেন তাঁরা। হড়পা বানে তপন অধিকারী ও মনোজিত্‍ অধিকারীর মৃত্যু হয়েছে। সম্পর্কে তাঁরা দাদু ও নাতি। তাঁদের বাড়িতেও যান বিজেপির নেতারা। এরপর মালবাজার থানায় যান বিজেপির প্রতিনিধিরা। 


আরও পড়ুন: Jalpaiguri News: হড়পা বানে প্রাণের ঝুঁকি নিয়ে ১০ জনকে বাঁচান তিনি, অভিজ্ঞতা শেয়ার মহম্মদ মানিকের