সুনীত হালদার, হাওড়া: সপ্তাহের কাজের দিনে ফের ব্যাহত ট্রেন চলাচল। হাওড়া-ব্যান্ডেল মেন (Howrah Bandel) শাখায় রেল পরিষেবা ব্যাহত। রেল সূত্রের খবর, সিগন্যাল ফেলিওরের জেরেই এই সমস্যা। 


ব্যাহত রেল পরিষেবা: সাতসকালে সিগন্যাল ফেলিওর হাওড়া স্টেশনের কাছে। হাওড়া ব্যান্ডেল মেন শাখায় ট্রেন চলাচল ব্যাহত। বুধবার ভোর সাড়ে পাঁচটা নাগাদ টিকিয়াপাড়া কারশেডের কাছে রেল লাইনের সিগন্যাল পয়েন্ট ফেটে যায়। এর ফলে হাওড়া স্টেশনের এক থেকে ছয় নম্বর প্লাটফর্মে ট্রেন চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান রেলের পদস্থ ইঞ্জিনিয়াররা। যুদ্ধকালীন তৎপরতায় মেরামতির কাজ শুরু হয়েছে। পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে মেরামতির কাজ চলছে। পরিস্থিতি স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।


ঠিক কী ঘটেছিল?


হওড়ায় পয়েন্টে গন্ডগোলের জের ট্রেন চলাচলে সমস্যা দেখা দেয় হাওড়া ব্যান্ডেল শাখায়। এদিন সকাল ৬টা ২০ নাগাদ ডাউন কাটিহার এক্সপ্রেস হাওড়া স্টেশনে আসার সময় ঘটনাটি ঘটে। এর ফলে হাওড়া স্টেশনের ১-৬ নম্বর প্লাটফর্মে ট্রেন ঢোকা বেরোনো বন্ধ হয়ে যায়। ব্যান্ডেল থেকে হাওড়াগামী লোকাল সকাল থেকে বন্ধ রয়েছে। আপেও বন্ধ রয়েছে ট্রেন। ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস, গণদেবতা প্রায় ৫০ মিনিট দেরিতে হাওড়া থেকে ব্যান্ডেলে পৌঁছয়। ডাউনে বর্ধমান লোকাল চললেও তা অনিয়মিত। ব্যান্ডেল স্টেশনে ট্রেন না থাকায় দুর্ভোগে নিত্য যাত্রীরা। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র জানিয়েছেন, সিগন্যাল সারানোর কাজ শুরু হয়েছে। যত দ্রুত সম্ভব ট্রেন চলাচল স্বাভাবিক করার চেষ্টা চলছে। পূর্ব রেল সূত্রে খবর, ২২টি ট্রেন বাতিল করা হয়েছে। 


এর আগে গত ১৬ এবং ১৭ মার্চ সিগন্যালিং ব্যবস্থার আধুনিকীকরণে ৫২ ঘণ্টা ধরে দমদম স্টেশনে নন-ইন্টারলকিংয়ের কাজ চলে। তার জেরে ১৬ তারিখ মাঝরাত থেকে ১৮ মার্চ ভোর ৪টে পর্যন্ত শিয়ালদা মেন ও শিয়ালদা-বনগাঁ শাখায় ১৪৩টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছিল। বাতিল করা হয়েছিল বেশ কয়েকটি প্যাসেঞ্জার ট্রেনও। শতাধিক লোকাল ট্রেন বাতিল হওয়ায় দুর্ভোগের শিকার হন যাত্রীরা। খাদ্য দফতরের সাব ইন্সপেক্টর পদে পরীক্ষা ছিল গত ১৬ মার্চ। ট্রেন পরিষেবা স্বাভাবিক না থাকায় অনেকেই সময়মতো পরীক্ষাকেন্দ্রে পৌঁছতে পারেননি বলেও অভিযোগ করেন। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Garden Reach Building Collapse: গার্ডেনরিচে বেআইনি বহুতল বিপর্যয়, নমুনা সংগ্রহ অনুসন্ধান কমিটি