জলপাইগুড়ি ও আলিপুরদুয়ার: উত্তরবঙ্গের (North Bengal) তরাই অঞ্চলের অন্যতম উল্লেখযোগ্য জলপাইগুড়ি (Jalpaiguri) ও আলিপুরদুয়ার (Alipurduar) জেলা। এর মধ্যে জলপাইগুড়ি (Jalpaiguri) এটি একটি পুরসভা (Corporation Area) এলাকা। তিস্তা ও করলা (Karala River) নদীর তীরে অবস্থিত এই শহরটি। এই করলা (Karala River) নদীটিকে জলপাইগুড়ির (Jalpaiguri) টেমস নদী বলা হয়। অন্যদিকে আলিপুরদুয়ার (Alipurduar) জলপাইগুড়ি (Jalpaiguri) জেলারই একটি অংশ ছিল আগে। ২০১৪ সালের ২৫ জুন এই জেলা (District) গঠিত হয়। নতুন এই জেলাটি মাদারিহাট (Madarihat), বীরপাড়া, আলিপুরদুয়ার–১, আলিপুরদুয়ার–২, ফালাকাটা, কালচিনি ও কুমারগ্রাম এই ব্লকগুলো নিয়ে আলিপুরদুয়ার জেলা গঠিত। আপনি যদি এই দুটো জেলার মধ্যে কোনও একটির বাসিন্দা হন, তবে আপনার অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন আজকে কেমন আবহাওয়া থাকবে এই দুটো জেলায়। কোথায় কতটা গরম থাকছে, না কি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বা প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রয়েছে কি না...তা আগাম জানার প্রয়োজন রয়েছে। দৈনন্দিন এই জেলার আগাম আবহাওয়া (Weather Forecast) জানা থাকলে, অনেক কিছুরই সুবিধা হবে। তাই জেনে নিন একবার নিজের এলাকার আজকের আবহাওয়া সম্পর্কে। সারাদিন বৃষ্টি না রোদের দেখা মিলবে?
Jalpaiguri And Alipurduar Weather: আজ জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের আবহাওয়া কেমন থাকবে?
ABP Ananda
Updated at:
22 Jan 2023 08:00 AM (IST)
Edited By: Goutam Roy
Jalpaiguri And Alipurduar Weather Update: আপনি যদি এই দুটো জেলার মধ্যে কোনও একটির বাসিন্দা হন, তবে আপনার অবশ্যই জেনে নেওয়া প্রয়োজন আজকে কেমন আবহাওয়া থাকবে এই দুটো জেলায়।
ফাইল ছবি
NEXT
PREV
জেলার খবর (district) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
Published at:
22 Jan 2023 07:56 AM (IST)
- - - - - - - - - Advertisement - - - - - - - - -