বাচচু দাস, শিলিগুড়ি: শিলিগুড়ি পুরসভা (Siliguri Municipality) এলাকায় ফের ২ দিন পানীয় জল (Drinking Water) বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে প্রশাসনের তরফে।জানানো হয়েছে আগামী শুক্রবার ও শনিবার এই দুদিন জল বন্ধ থাকবে শহরে। নতুন ইনটেক ওয়েলের সঙ্গে পুরনোর সংযুক্তিকরণের জন্য ২ দিন জল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এর ফলে শহরবাসীর কারও কোনও সমস্যা হবে না বলে আশ্বাস দিয়েছেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব।


স্থানীয় সূত্রে জানা গেছে, পুরসভা অঞ্চলে ফের দুদিন জল বন্ধ থাকার সিদ্ধান্ত ঘোষণা হওয়ার পর থেকে আতঙ্কিত হয়ে পড়েছেন শিলিগুড়ি শহরের বাসিন্দারা। শীতের শুরুতেই এভাবে জল বন্ধের সিদ্ধান্তে চিন্তায় পড়ে গিয়েছেন শিলিগুড়িবাসী। পরপর দু’‌দিন জল সরবরাহ বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। তাই এখন থেকেই জল সংগ্রহ করে রাখতে শুরু করেছেন শিলিগুড়ির বাসিন্দারা। 


শিলিগুড়ি পুরসভা সূত্রে খবর, এখন দ্বিতীয় ইনটেক ওয়েলের কাজ করা হবে। তাই দু’দিন সম্পূর্ণ জল পরিষেবা বন্ধ রাখতে হবে। আগামী ২১ নভেম্বর বৃহস্পতিবার রাত সাড়ে ৮টা পর্যন্ত জল সরবরাহ করে তারপর তা বন্ধ হয়ে যাবে। ২২ এবং ২৩ তারিখ সারাদিন জল পরিষেবা বন্ধ থাকবে। তবে ২৪ তারিখ থেকে আবার জল সরবরাহ স্বাভাবিক থাকবে।


প্রসঙ্গত উল্লেখ্য, ২০২৪ সালের মে মাসে এই শিলিগুড়িতেই জলসঙ্কট দেখা গিয়েছিল। গজলডোবায় তখন বাঁধ মেরামত করার কাজের জন্য তিস্তা ব্যারাজের লক গেট খুলে দেওয়া হয়। তার জেরে তিস্তা মহানন্দা সেচ খাল শুকিয়ে যায়। তখন তীব্র জলসঙ্কট দেখা দেয়। পরিস্থিতি সামাল দিতে জলের ট্যাঙ্ক, জল পাউচ দেওয়া হয়েছিল। তখন প্রায় ২৫ দিন শিলিগুড়িবাসীকে জলযন্ত্রণা সহ্য করতে হয়। এবার কি জলের পাউচ, জলের ট্যাঙ্ক দেওয়া হবে? তা নিয়েও‌ উঠছে প্রশ্ন।


এই প্রশ্নের মীমাংসা করে শিলিগুড়ি পুরসভার তরফে জানানো হয়েছে, এবারও দু’‌দিন বিকল্প জলের পর্যাপ্ত ব্যবস্থা করা হবে। যাতে পুরসভা এলাকার বাসিন্দাদের জল নিয়ে ভোগান্তিতে পড়তে না হয় তার জন্য উপযুক্ত ব্যবস্থা রাখা হবে। এই সমস্যাটি নিয়ে জনস্বাস্থ্য কারিগরি দফতরের সঙ্গে মেয়র গৌতম দেবের নেতৃত্বে শিলিগুড়ি পুরসভার জল সরবরাহ বিভাগ বৈঠক করেছে। সেখানেই ঠিক হয়, শিলিগুড়ি শহরে জল সরবরাহ দু’‌দিন বন্ধ থাকলেও ট্যাঙ্ক এবং পাউচের ব্যবস্থা করা হবে পুরসভার পক্ষ থেকে। প্রত্যেকদিন ১ লক্ষ জলের পাউচ বিলি করা হবে বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে পুরসভার পক্ষ থেকে। এতে সমস্যার অনেকটা সমাধান হবে বলে আশা করা হয়েছে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।


আরও পড়ুন: হাসপাতাল চত্বরে আবর্জনার স্তূপ, রোগ ছড়ানোর বিষয়ে আতঙ্কিত রোগীর পরিবার