তুহিন অধিকারী. বিষ্ণপুর: হাসপাতাল চত্বরে আবর্জনার স্তূপ। ছড়িয়ে ছিটিয়ে বায়ো মেডিকেল ওয়েস্ট (Medical waste )। চরম দুর্গন্ধ চারিদিকে। রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা রোগীর আত্মীয়দের।
রোগীদের আত্মীয়দের অভিযোগ, বিষ্ণুপুর সুপার (Bishnupur hospital) স্পেশালিটি হাসপাতালে চত্বরে দুর্গন্ধ। হাসপাতাল চত্বরে রয়েছে আবর্জনা স্তূপ, ফলে চারিদিকে ছড়াচ্ছে দুর্গন্ধ। চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বায়ো মেডিকেল ওয়েস্ট। এই বায়ো মেডিকেল ওয়েস্ট যেখানে সেখানে ফেলা যায় না। এই বায়ো মেডিকেল ওয়েস্ট থেকে রোগ ছড়ানোর আশঙ্কা থাকে। ভ্যাট উপচে পড়ছে আবর্জনা। আবর্জনা স্তুপের পাশেই রয়েছে রোগীর আত্মীয়দের বসার জায়গা। ফলে চরম সমস্যায় রোগী ও রোগীর আত্মীয়রা।
রোগীর আত্মীয়দের দাবি, হাসপাতালে রোগী নিয়ে এসে নিজেরাই রোগগ্রস্ত হয়ে পড়বেন। এই আবর্জনা থেকে রোগ জীবাণু ছড়ানোর আশঙ্কা করছেন রোগীর আত্মীয়রা। স্বাভাবিকভাবেই হাসপাতালের সাফাই নিয়ে উঠছে প্রশ্ন। হাসপাতাল চত্বর পরিষ্কার থাকা দরকার, হাসপাতাল কর্তৃপক্ষ তাড়াতাড়ি এই আবর্জনা পরিষ্কার যাতে করে তারই দাবি জানিয়েছেন রোগীর আত্মীয়রা।
বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের সুপারের দাবি, ওই স্থানে বায়ো মেডিকেল ওয়েস্ট থাকার কথা নয়, তবে বিষয়টি আমরা খতিয়ে দেখছি। সাফাইয়ের গাড়ি কম থাকার জন্য এবং রোগীর পরিমাণ বেশি থাকার জন্য ওইখানে আবর্জনা জমেছে। বিষয়টি হাসপাতালে পক্ষ থেকে পৌরসভাকে জানানো হয়েছে পরিষ্কার করার জন্য।
প্রসঙ্গত, রাজ্যের গুটি কয়েক হাসপাতাল ছাড়া প্রায়ই অবস্থা জেলা তথা রাজ্যের বেশিরভাগ সরকারি হাসপাতালে। বিভিন্ন জায়গায় এই নিয়ে প্রতিবাদ সংঠিত হলেও বেশিরভাগেই কাজের কাজ কিছু হয় না। বিষ্ণুপুর সুপার স্পেশালিটি হাসপাতালের এই দৃশ্য রাজ্যের একাধিক হাসপাতালের জ্বলন্ত উদাহরণ। পরিদর্শন করলে রাজ্যের বেশিরভাগ হাসপাতালেই এই ছবি ধরা পড়বে বলে অভিযোগ বিরোধীদের। যদিও বিষয়টি জানতে পারার পর হাসপাতালে পরিষ্কারের ব্যবস্থা নিয়েছে কর্তৃপক্ষ। এই প্রসঙ্গে পুরসভাকে জানানো হয়েছে বলেও জানিয়েছে তারা। খুব তাড়াতাড়ি কাজ শুরু হবে জানা গেছে।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।