কলকাতা: আজ থেকে রাজ্যেজুড়ে ফের শুরু হচ্ছে দুয়ারে সরকার (Duare Sarkar Camp)। এখনও পর্যন্ত ৭টি পর্যায়ে রাজ্যজুড়ে ৫ লক্ষ ৬৬ হাজার শিবির করা হয়েছে। যেখান থেকে ৮ কোটি ১০ লক্ষ মানুষকে পরিষেবা দেওয়ার কাজ শুরু করেছে বাংলার সরকার (Government of West Bengal)। 


অষ্টম দফায় ১৫ থেকে ৩০ তারিখ পর্যন্ত আবেদনপত্র গ্রহণ করা হবে। আগামী বছরের ২ থেকে ৩১ জানুয়ারির মধ্যে পরিষেবা প্রদান শুরু হবে। আগের মতই এবারও দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে বিভিন্ন পরিষেবা পাওয়ার জন্য আবেদন করতে পারবেন রাজ্যের বাসিন্দারা। 


এ বারের কাম্পে সাধারণ মানুষ ৩৬টি সরকারি পরিষেবার সুবিধা পাবে। নবান্ন সূত্রে খবর, লোকসভা ভোটের আগে এখনও যে সব প্রকল্পের কাজ শেষ হয়নি, তা সেরে ফেলতে এই সিবিরে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।


এবারের দুয়ারে সরকারে থাকছে লক্ষীর ভান্ডার, ঐক্যশ্রী, কন্যাশ্রী, রূপশ্রী, ভবিষ্যৎ ক্রেডিট কার্ড, বিধবা ভাতা, স্টুডেন্ট ক্রেডিট কার্ড, খাদ্য সাথী, স্বাস্থ্য সাথী, মেধাশ্রী, শিক্ষাশ্রী, বার্ধক্য ভাতা-সহ আরও একগুচ্ছ পরিষেবা। 


রাজ্যে দ্বিতীয়বার তৃণমূল ক্ষমতার আসার পর, দুয়ারে সরকার চালু করে। এই প্রকল্পে রাজ্যের বিভিন্ন প্রান্তে মানুষের কাছে প্রান্তে ক্যাম্পে করে পরিষেবা পৌঁছে দেওয়া হয়। তবে, রবিবার এবং ছুটির দিনে বন্ধ থাকবে এই শিবির। লক্ষ্মীর ভাণ্ডার (Lakshmi Bhandar), স্টুডেন্টস ক্রেডিট কার্ড-সহ একাধিক প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য দুয়ারে সরকার ক্যাম্পে আবেদনপত্র জমা দিতে পারবেন রাজ্যবাসী। এইবার দুয়ারে সরকার ক্যাম্পে বার্ধক্য ভাতা এবং পরিযায়ী শ্রমিকদের নাম রেজিস্ট্রেশন করার সুবিধা যুক্ত করা হচ্ছে।


আরও পড়ুন, জেলায় জেলায় জাঁকিয়ে শীত, একলাফে পারদ পতন, কতদিন আমেজ থাকবে?


শুক্রবার থেকে রাজ্যের অন্য জেলার সঙ্গে মুর্শিদাবাদেও শিবির শুরু হচ্ছে। সেই শিবিরে এ বারই প্রথম উদ্যানপালন দফতরের পলি হাউস ও শেড নেটের প্রকল্পের আবেদন গ্রহণ করা হবে।


এই প্রকল্প অনেক আগে থেকে থাকলেও ‘দুয়ারে সরকার’ শিবিরে আবেদন করা যেত না। প্রকল্পে যা খরচ হবে তার অর্ধেক টাকা সরকার ভর্তুকি দেবে। ৫০০ বর্গমিটার জমির পলি হাউস তৈরি করতে পাঁচ লক্ষ ৩০ হাজার টাকা খরচ হবে। তার অর্ধেক টাকা সরকার দেবে। তেমনই, এক হাজার বর্গমিটার শেড নেটের ক্ষেত্রে সাত লক্ষ ১০ হাজার টাকা খরচ হবে। সেখানে সরকার তিন লক্ষ ৫৫ হাজার টাকা ভর্তুকি দেবে।