কলকাতা: নতুন বছরের গোড়ায় ফের চালু হচ্ছে রাজ্য (West Bengal) সরকারের দুয়ারে সরকার কর্মসূচি (Duyare Sarkar)। ২ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি ও ২০ জানুয়ারি থেকে ৩০ জানুয়ারি পর্যন্ত চলবে। গতবার এই কর্মসূচি (Duyare Sarkar Project) ঘিরে বেশ কিছু অশান্তির ঘটনা প্রকাশ্যে আসে। ভোগান্তির মুখে পড়তে হয় গ্রাহকদের। নবান্ন (Nabanna) সূত্রে খবর, সেই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে এবার আগে থেকেই সতর্ক প্রশাসন। ভিড় কমাতে কাউন্টার বাড়ানো, টেবিল-কম্পিউটার বাড়ানো ও সেন্টারে সরকারি কর্মচারির সংখ্যা বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মর্মে নবান্ন থেকে ইতিমধ্যেই সব জেলাশাসককে নির্দেশ দেওয়া হয়েছে। মেডিক্যাল ক্যাম্প করারও সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া কোভিড বিধি পালনে বিশেষ জোর দেওয়া হয়েছে নবান্নের (Nabanna) তরফে। 


উল্লেখ্য, বীরভূমে (Birbhum) চালু হয়েছে দুয়ারে শিশু ভর্তি কর্মসূচি (Admission Program)। বাড়ি বাড়ি গিয়ে স্কুলে ও নতুন ক্লাসে ছোটদের ভর্তি করালেন শিক্ষক-শিক্ষিকারা (Teacher)। আগামী একমাস ধরে চলবে এই কর্মসূচি।


নবম শ্রেণি (Class IX) থেকে ক্লাস শুরু হলেও, করোনা আবহে দু’বছর ধরে বন্ধ রয়েছে প্রাথমিক স্কুল (Primary School)। এই পরিস্থিতিতে অনেকে আবার বাড়ির ছোটদের নতুন ক্লাসে ভর্তি করাচ্ছে না। কিন্তু এইভাবে আর কতদিন চলতে পারে। তাই ছোটদের স্কুলমুখী করতে বীরভূমে চালু হল ‘দুয়ারে শিশু ভর্তি’ কর্মসূচি।


বীরভূমে দুয়ারে শিশু ভর্তি কর্মসূচি।শনিবার শান্তিনিকেতনের (Shantiniketan) পিয়ারসনপল্লির আদিবাসী অধ্যুষিত এলাকায় বাড়ি বাড়ি যান স্থানীয় প্রাথমিক স্কুলের শিক্ষক-শিক্ষিকারা। ছিলেন জেলার প্রাথমিক বিদ্যালয় সংসদের সভাপতি। অভিভাবকদের সঙ্গে কথা বলে তাঁদের সন্তানদের নতুন ক্লাসে ভর্তি করালেন তাঁরা। ভর্তি নেওয়া হল নতুন পড়ুয়াদেরও।


প্রকাশ্যে এসেছে আরও একটি খবর। ক্রিসমাসের দিনে বাড়ি বাড়ি গিয়ে কেক দিয়ে অভিনব কায়দায় ভোটপ্রচার সাড়লেন তৃণমূলে নেতা। লোকের বাড়িতে বাড়িতে গিয়ে বড়দিনের কেক দিয়ে ভোটের প্রচার করল তৃণমূল কংগ্রেস। 


পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার ভোটের প্রচার শুরু করল তৃণমূল কংগ্রেস। ২৫শে ডিসেম্বর বড়দিন উপলক্ষে গতকাল রাতে খড়গপুর শহরের ২৫ নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ডিএমএস কলেজ এলাকায় লোকের বাড়িতে বাড়িতে গিয়ে হাতে বড়দিনের কেক তুলে দিয়ে জোড়া ফুলে ভোট দেওয়ার আবেদন করল তৃণমূল কংগ্রেস।