কলকাতা: দুয়ারে রেশন (Duare Ration) প্রকল্পে হাইকোর্টের (Highcourt) নির্দেশের ওপর অন্তর্বর্তী স্থগিতাদেশ দিল সুপ্রিম কোর্ট (Supreme Court)। গত ২৮ সেপ্টেম্বর দুয়ারে রেশন প্রকল্পকে অবৈধ বলে ঘোষণা করে কলকাতা হাইকোর্ট।   

  


প্রসঙ্গত, হাইকোর্ট জানিয়েছিল, ২০১৩ সালের খাদ্য সুরক্ষা আইনের পরিপন্থী এই প্রকল্প। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার। সেই নির্দেশের ওপর আজ অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করল সুপ্রিম কোর্ট।                                                                                                              


চলতি মাসে শুরু হয়েছে দুয়ারে সরকার প্রকল্প।  রাজ্যের বিভিন্ন প্রান্তে ক্যাম্প করে শুরু হয়েছে পরিষেবা প্রদান। তবে, এরইমধ্যে, একাধিক সরকারি প্রকল্পে দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে। সেই প্রকল্পেই চলছিল 'দুয়ারে রেশন'। যা নিয়ে মামলা হয়েছিল। তবে রাজ্য সরকারের এই প্রকল্প চালাতে আপাতত আর কোনও আইনি বাধা নেই, এমনটাই জানিয়েছে দেশের শীর্ষ আদালত।


আরও পড়ুন, ১০০ দিনের কাজের টাকা নিয়ে দুর্নীতির অভিযোগ, জনস্বার্থ মামলা দায়ের শুভেন্দুর


‘‌দুয়ারে রেশন’‌ এর প্রথম বিরোধিতা করে আসছেন রেশন ডিলাররা। এমনকী এই প্রকল্প যাতে চালু না হয় তার জন্য আদালতে মামলা পর্যন্ত করেছিলেন রেশন ডিলাররা। তবে মানুষের স্বার্থের সঙ্গে কোন আপস করতে রাজি নন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তা তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন। এরপর বিধানসভা থেকে সে কথা আবার জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। এমনকী রেশন ডিলারদের উদ্দেশে কড়া বার্তা দিয়ে রেখেছেন তিনি। যা নিয়ে জোর চর্চা শুরু হয়েছিল।               


মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন যে কোনও মূল্যে রাজ্যে ‘দুয়ারে রেশন’ প্রকল্প চলবেই। কারও আপত্তির কাছে মাথা নোয়াবে না সরকার। আমি একা খাব, আর কাউকে খেতে দেব না, এটা চলতে দেওয়া হবে না।