কলকাতা: জাতীয় স্তরে সেরার স্বীকৃতি পেতে চলেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) মস্তিষ্কপ্রসূত কর্মসূচি দুয়ারে সরকার (Duare Sarkar)। পুরস্কৃত করবে নরেন্দ্র মোদীর সরকার (Central Ministry)।  কেন্দ্রীয় সরকারের তথ্য ও প্রযুক্তি মন্ত্রকের পক্ষ থেকে সেরা 'পাবলিক ডিজিট্যাল প্লার্টফম' (Public Digital Platforms - Central Ministries, Departments and States) হিসাবে পুরস্কার পাবে দুয়ারে সরকার। এমনটাই ঘোষণা করা হয়েছে। তথ্য়প্রযুক্তি মন্ত্রকের তরফে নবান্নকে জানানো হয়েছে, আগামী ৭ জানুয়ারি দিল্লির বিজ্ঞান ভবনে এই পুরস্কার রাজ্য সরকারের হাতে তুলে দেবেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্ম। গতকাল অর্থাৎ সোমবারই কেন্দ্রের তরফে সেই বিজ্ঞপ্তি পৌঁছয় নবান্নে।


নাগরিক পরিষেবা উন্নয়নে রাজ্য সরকারের একাধিক প্রকল্পই জাতীয় স্তরে সমাদৃত। এর আগে কন্যাশ্রী প্রকল্পের নামও পৌঁছেছিল জাতীয় স্তরে। মহামারির প্রকোপেই তখন নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছিল গোটা দেশ। সেই সময়েই ২০২০ সালের ১ ডিসেম্বর শুরু হয়েছিল ‘দুয়ারে সরকার’ প্রকল্প। সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা নাগরিকদের 'দুয়ারে' পৌঁছে দিতেই এই পরিষেবা চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে শিবির করে সাধারণ মানুষকে পরিষেবা দেওয়ার চেষ্টা করা হয়েছিল। 


৬ কোটি ৬০ লক্ষ মানুষকে পরিষেবা: ২০২২ থেকে এখনও পর্যন্ত এই প্রকল্পের মোট পাঁচটি দফা শেষ হয়েছে এবং প্রায় ৬ কোটি ৬০ লক্ষ মানুষের কাছে সফলভাবে বিভিন্ন সরকারি পরিষেবা পৌঁছে দেওয়া গিয়েছে বলে জানানো হয়েছে নবান্ন সূত্রে। রাজ্যে মোট ৩ লাখ ৬১ হাজার ক্যাম্প চালানো হয়েছে। দুয়ারে সরকার (Duare Sarkar) প্রকল্প, তৃণমূল সরকারের এমন একটি উদ্যোগ, যা নানাভাবে আলোচনায় এসেছে। বিভিন্ন সময় সাধারণ মানুষের কাছে সরকারি নানা সুযোগ সুবিধা পাওয়া নিয়ে সমস্যা হয়। নানা সময় নানা সরকারি অফিসে দৌড়তে হয়। নানা সময় হেনস্থার অভিযোগ ওঠে। এই সমস্যা থেকে মুক্তি দিতেই এই প্রকল্প আনা হয়েছিল বলে জানিয়েছিল রাজ্য সরকার (State Government)। এক ছাদের তলায় বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা একসঙ্গে পাওয়ার জন্য দুয়ারে সরকার প্রকল্প এনেছিল রাজ্য। 


প্রসঙ্গত, দুয়ারে সরকার প্রকল্পের এই দফার শিবির ৫ ডিসেম্বর পর্যন্ত চলার কথা ছিল। পরবর্তী সময়ে তা বাড়িয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত করা হয়েছে। পাশাপাশি এবার যে দুয়ারে সরকার প্রকল্প শুরু হয়েছে। তার অধীনে ২টি অতিরিক্ত পরিষেবা চালু হয়েছে। 


কী কী পরিষেবা:  
পাট্টার জন্য আবেদনের সুযোগ পাচ্ছেন ভূমিহীনরা। বিদ্যুতের বকেয়া বিলে শর্তসাপেক্ষে মিলছে ৫০ শতাংশ ছাড়। নতুন বিদ্যুৎ সংযোগের জন্য আবেদনও করা যাচ্ছে। পয়লা নভেম্বর থেকে ১ মাস রাজ্যে ‘দুয়ারে সরকার’ ক্যাম্প (Camp) হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের ( Panchayet Poll )  আগে এটিই শেষ দুয়ারে সরকার ক্যাম্প৷ এবার, দুটো নতুন পরিষেবা যুক্ত হল। ‘দুয়ারে সরকার’ ক্যাম্পে ভূমিহীনরা পাট্টার আবেদন করতে পারছেন। এর পাশাপাশি, ২০১৮’র মার্চ মাস পর্যন্ত যাদের বিদ্যুতের বিল বকেয়া রয়েছে, তাঁরা এককালীন টাকা জমা দিলে পঞ্চাশ শতাংশ ছাড় পাচ্ছেন। এই সুবিধা পাবেন রাজ্য বিদ্যুৎবণ্টন সংস্থার কৃষি এবং গৃহস্থ গ্রাহকরাই।