সঞ্চয়ন মিত্র, কলকাতা: সামান্য নামল পারদ। সকালে কুয়াশা থাকলেও, বেলা বাড়তেই পরিষ্কার আকাশ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৫. ৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। গতকাল সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৬. ৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার থেকে হাওয়া বদল হবে রাজ্যে। বঙ্গোপসাগরে তৈরি হবে বিপরীত ঘূর্ণাবর্ত। এর জেরে জলীয় বাষ্প ঢুকতে শুরু করলে, বাড়বে তাপমাত্রা। ফলে এবারের বড়দিন কার্যত উষ্ণতাতেই কাটবে।


মালদার আবহাওয়া: ২০ ডিসেম্বর মালদায় (Malda) সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াস। এই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম। বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আজ সারাদিন মূলত মেঘমুক্ত আকাশ থাকবে। আগামী শনিবার অবধি মালদায় বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবারের পর থেকে ধীরে ধীরে পরিষ্কার হবে আকাশ।


জলপাইগুড়ির আবহাওয়া
সর্বোচ্চ তাপমাত্রা- ৩২ ডিগ্রি সেলসিয়াস
সর্বনিম্ন তাপমাত্রা- ২৩ ডিগ্রি সেলসিয়াস


আবহাওয়ার প্রকৃতি- মেঘের দেখা মিলবে
বাতাস- ১১ কিমি/ঘণ্টায়
আর্দ্রতা -৭১ শতাংশ


দক্ষিণ ২৪ পরগনার আজকের আবহাওয়া:


আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, পৌষের শুরুতেই আরও নামল পারদ। উততুরে হাওয়ার দাপটে কলকাতায় শীতের আমেজ। মূলত দক্ষিণ ভারতে ঘূর্ণিঝড়ের প্রভাবে, মাঝে কয়েকদিন শীতের আমেজে তাল কেটেছিল রাজ্যে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প ঢোকায় মেঘলা আকাশের কারণে এই পারদের ওঠানামা অব্যাহত ছিল। তাপমাত্রায় বারবার হেরফের ঘটেছে। তবে সুখবর, হাওয়া অফিসের পূর্বাভাস মিলিয়ে, এবার একধাক্কায় অনেকটাই নামল পারদ। ফিরল শীতের আমেজ। মেঘলা আকাশ হলেও বৃষ্টির কোনও সম্ভাবনা নেই, আপাতত।  আহাওয়া অফিস জানিয়েছে, এদিন দক্ষিণ ২৪ পরগনার সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়ার্স। এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৪ ডিগ্রি সেলসিয়ার্স। মূলত গত কয়েকদিন ধরেই  নীল আকাশ আর সাদা রঙের মেঘ ভেসে বেড়াতে দেখা যাচ্ছে। তবে এদিন বেলা বাড়লে আকাশ মেঘলা হওয়ার সম্ভাবনা দক্ষিণ ২৪ পরগনায়।


হুগলি জেলার আবহাওয়া: আজ ২০ ডিসেম্বর, ২০২২- মঙ্গলবার, হুগলি জেলার আবহাওয়া সারাদিন (Hooghly Weather Today) কেমন থাকবে দেখে নিন একনজরে। দক্ষিণবঙ্গের এই জেলায় আজ সর্বোচ্চ তাপমাত্রা (Weather Forecast) থাকবে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে। আর সর্বনিম্ন তাপমাত্রা (Weather Update) থাকবে ১৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। আজ ফের ২০ ডিগ্রির নীচে নেমেছে হুগলি জেলার তাপমাত্রা। একধাক্কায় অনেকটাই কমেছে হুগলি জেলার তাপমাত্রা। গত কয়েকদিন থেকেই হুগলি জেলায় বেশ ভালই শীতের আমেজ বজায় রয়েছে। আজও দক্ষিণবঙ্গের এই জেলায় বজায় থাকবে শীতের আমেজ। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার (Hooghly Weather Forecast) পরিমাণ প্রায় ৭৭ শতাংশ। আজ দিনের বেলায় আবহাওয়ায় ধোঁয়াশা দেখা যাবে। দিনের বেলায় হাওয়ার গুণমান খুবই অস্বাস্থ্যকর থাকবে। রাতের দিকেও আবহাওয়ায় যথেষ্ট ধোঁয়াশা থাকবে। রাতেও হাওয়ার গুণমান অত্যন্ত খারাপ থাকবে। অর্থাৎ অস্বাস্থ্যকর বাতাস থাকবে। আজ হুগলি জেলায় দিনের বেলায় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১৯ কিলোমিটারের কাছাকাছি। আর রাতের বেলায় বাতাসের গতিবেগ থাকবে ঘণ্টায় ১১ কিলোমিটারের কাছাকাছি। রাতের দিকে বাড়বে ঠান্ডা হাওয়ার গতিবেগ।