হিন্দোল দে ও জয়ন্ত পাল,  কলকাতা: দমদমের নাগেরবাজারে ভরদুপুরে বৃদ্ধার রহস্যমৃত্যু। ছাতাকল এলাকায় বাড়ি থেকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার বৃদ্ধা। হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। 'মাথায় আঘাতের চিহ্ন রয়েছে'। লুঠের উদ্দেশ্যে খুন বলে অভিযোগ পরিবারের। 'দুপুরে বাগান পরিষ্কার করতে বাড়িতে আসে এক ব্যক্তি। বিকেলে বৃদ্ধার আর্তনাদ শুনে প্রতিবেশীরা আসেন। রক্তাক্ত অবস্থায় বৃদ্ধাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়।'  পরিবারের অভিযোগ, খুন করা হয়েছে বৃদ্ধাকে। খোয়া গিয়েছে সোনার গয়না, দাবি পরিবারের। 


মুনমুন পাল নামে বছর বাষট্টির এক মহিলার মৃতদেহ। তাঁর স্বামী শুল্ক দফতরের প্রাক্তন আধিকারিক। দমদমের এই ৩ তলা বাড়ির গ্যারাজ থেকে উদ্ধার হয় গৃহকর্ত্রীর রক্তাক্ত দেহ!


পরিবার সূ্ত্রে দাবি, গত ৩-৪ দিন আগে বাড়ির বাগান পরিচর্যার জন্য একজনকে নিয়োগ করা হয়। শনিবার বিকেলে সেই ব্যক্তিকে চা দিতে যান মুনমুন। পরে বাড়ির গ্যারাজে রক্তাক্ত অবস্থায় পাওয়া যায় তাঁকে। হাসপাতালে নিয়ে গেলে মহিলাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা।
 
মৃতার প্রতিবেশী তুষার পাল বলছেন, হাসপাতাল বলেছে, মাথায় মারা হয়েছে। এটা দুর্ঘটনা নয়, খুন হয়েছে। হাতে সোনার গয়নাও নেই> পুলিশ সূত্রের খবর, যে ব্যক্তিকে বাগান পরিচর্যার জন্য নিয়োগ করা হয়েছিল, ঘটনার পর থেকে তাঁর কোনও খোঁজ নেই। মৃতার পরিজনদের অনুমান, গয়না লুঠের জন্যই খুন করা হয়েছে মহিলাকে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্ত রিপোর্ট এলেই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।


আলমারি থেকে দেহ উদ্ধার: গতকাল আলমারি থেকে উদ্ধার হয়েছিল এক প্রৌঢ়ার দেহ। তিনদিন ধরে নিখোঁজ (missing) ছিলেন বৃদ্ধা (elderly woman)। রহস্যজনকভাবে (mystery) শনিবার ঘরের (room) ভিতরের আলমারি (almirah) থেকেই উদ্ধার (rescue) হল তাঁর দেহ (body)। চুঁচুড়ার (chinsurah) ঘটনায় তুমুল কৌতূহল এলাকাবাসীর মধ্যে। খবর যায় পুলিশে। এর মধ্যেই দহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।


কী ঘটল?
পুলিশ সূত্রে খবর, মৃতার নাম ভারতী ধাড়া। তিন দিন ধরে খোঁজ মিলছিন না তাঁর। আজ, রহস্যজনক ভাবে তাঁর ঘরেই দুর্গন্ধ পেয়ে আলমারি খোলা হয়। দেখা যায়, বালিশের নিচে চাপা রয়েছে বৃদ্ধার দেহ। চুঁচুড়া শ্যামবাবুর ঘাট এলাকার চাঞ্চল্যকর এই ঘটনায় রহস্য দানা বেঁধেছে। কে বা কারা এর নেপথ্যে জানার চেষ্টা করছে পুলিশ। শুরু হয়েছে তদন্তও।