কলকাতা: ফের সমাজবিরোধীদের নিয়ে কড়া বার্তা দিলেন সৌগত রায় (Sougata Roy)। না শোধরালে পদক্ষেপ করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি। বিরোধীরা প্রশ্ন তুলছেন, কেন বার বার বার্তা দিতে হচ্ছে শাসকদলকে? তাহলে কি ওপরতলার বার্তা নিচুতলায় পৌঁছচ্ছে না?
কড়া বার্তা সৌগতর: সন্দেশখালির শেখ শাহজাহানের কীর্তি সামনে আসার পর পাশে দাঁড়িয়েছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়। আড়িয়াদহকাণ্ডে প্রথমে জয়ন্ত সিংয়ের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল তৃণমূল বিধায়ক মদন মিত্রকে। চোপড়ার যুগলকে মারধরে অভিযুক্ত তৃণমূল কর্মীর JCB-কে একাধিকবার সমর্থন করেছিলেন তৃণমূল বিধায়ক হামিদুর রহমান। যা নিয়ে সাম্প্রতিক অতীতে বিরোধীদের প্রবল সমালোচনার মুখে পড়তে হয়েছে বাংলার শাসকদলকে। এই প্রেক্ষাপটে ২১ জুলাইয়ের মঞ্চে শুদ্ধকরণের বার্তা শোনা গেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায়। এবার কার্যত তারই প্রতিধ্বনি শোনা গেল দমদমের তৃণমূল সাংসদের গলায়।
গত ১৫ জুলাই কামারহাটির তৃণমূল বিধায়ককে পাশে বসিয়ে সমাজবিরোধীদের তৃণমূল যোগ কার্যত স্বীকার করে নেন দমদমের তৃণমূল সাংসদ। তিনি বলেছিলেন, "উল্টোরথের দিন আমরা সিদ্ধান্ত নিলাম যা হয়েছে ভুল হয়েছে, আমরা সংশোধন করে এরপর থেকে আর কোনও সম্পর্ক রাখব না। ২১ জুলাইয়ের মঞ্চ থেকে এ বিষয়ে কড়া বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্বয়ং তৃণমূলনেত্রীর বার্তার পরেও ফের সমাজবিরোধী প্রসঙ্গ টেনে কড়া বার্তা দিলেন বর্ষীয়ান সাংসদ। ''সৌগত রায় বলেন, "আমার নির্বাচনেও আমি আগে বলেছি কোনও সমাজবিরোধীকে দিয়ে ভোট আমরা চাই না। তাই যারা সমাজবিরোধীদের কাজ করছেন তাদের বলছি সামলে যাও। সামলে না গেলে তোমাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তখন তোমরা আমাদের ধরতে এস না। মানুষ শান্তিতে থাকবে। যে যাঁর কাজ করবে। সেখানে কেউ তোলা চাইবে, কেউ জুলুম করবে, এ মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার হতে দেবে না।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Rain Alert: বাড়বে বৃষ্টি, মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ায় নিষেধাজ্ঞা, কোন জেলায় কেমন আবহাওয়া?