সঞ্চয়ন মিত্র, অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা : গত দু’ বছরের করোনা-আতঙ্ক কাটিয়ে, এবার সাড়ম্বরে মাতৃ আরাধনায় মেতেছে আপামর বাঙালি। দিকে দিকে আলোর রোশনাই। এরই মাঝে সেরা পুজোগুলিকে খুঁজে নিল এবিপি আনন্দ। তুলে দেওয়া হল শারদ আনন্দ সম্মান।
মুদিয়ালি ক্লাব - ‘সৃজনে সেরা’
এবার ৮৮ বছরে পা দিল দক্ষিণ কলকাতার এই পুজো। মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে শিল্পী গৌরাঙ্গ কুইল্যার অনন্য ভাবনা। সাধারণ জিনিস দিয়ে তৈরি হয়েছে অসাধারণ শিল্পকর্ম।শারদ আনন্দ সম্মান ২০২২, সৃজনে সেরার শিরোপা জিতে নিল মুদিয়ালি ক্লাব।
সন্তোষ মিত্র স্কোয়ার - ‘দেশাত্মবোধে সেরা’
পুজোর বয়স ৮৭। স্বাধীনতার ৭৫ বছরকে মাথায় রেখে এবার লালকেল্লার আদলে তৈরি হয়েছে সন্তোষ মিত্র স্কোয়ারের মণ্ডপ।রাতে লাইট অ্যান্ড সাউন্ডের মাধ্যমে তুলে ধরা হচ্ছে বীরগাথা। দেশাত্মবোধে সেরার শারদ আনন্দ সম্মান পেল সন্তোষ মিত্র স্কোয়ারের পুজো।
হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব - ‘জীবনবোধে সেরা’
১৭ বছরের পুজোর থিম অবসর। শিল্পী পূর্ণেন্দু দে। জীবনযুদ্ধে দৌড়ে চলেছে মানুষ, তার মধ্যে অবসরের খোঁজ। এই ভাবনাতেই জীবনবোধে সেরার শারদ আনন্দ সম্মান পেল হরিদেবপুর নিউ স্পোর্টিং ক্লাব। এবার ঘুরে দেখার পালা শহরের সেরা পুজো।
জগৎ মুখার্জি পার্ক - ‘দৃশ্যায়নে সেরা’
থিম থেকে প্রতিমা, আধুনিকতার সঙ্গে মিলেমিশে গিয়েছে সাবেকিয়ানা। এই উত্সবের মাঝে শহরের সেরা পুজোগুলিকে সম্মান জানাল এবিপি আনন্দ। এবার ৮৬ বছরে পা দিল উত্তর কলকাতার এই পুজো। ছাতা, নৌকার মতো নানান কিছু দিয়ে মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে বর্ষামঙ্গল। শিল্পী সুবল পাল। ভাবনার অভিনবত্বে দৃশ্যায়নে সেরার শারদ আনন্দ সম্মান পেল জগৎ মুখার্জি পার্ক।
হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং - ‘অনুভবে সেরা’
৫৭ বছরের এই পুজোর থিম পুনরাবৃত। শিল্পী বিমল সামন্ত। সমাজের অন্ধকার দিকগুলোকে ঢেকে দেওয়ার চেষ্টা, এই ভাবনাই ফুটিয়ে তোলা হয়েছে ইনস্টলেশনের মাধ্যমে। অনুভবে সেরার শারদ আনন্দ শিরোপা পেল হরিদেবপুর বিবেকানন্দ স্পোর্টিং।
টালা পার্ক প্রত্যয় - ‘শিল্পবোধে সেরা’
৯৭ বছরে পা দিল এই পুজো। এবারের থিম ঋতি। শিল্পী সুশান্ত পাল। ইনস্টলেশনের মাধ্যমে তুলে ধরা হয়েছে মানবসম্পদের ব্যবহার। শিল্পবোধে সেরার শারদ আনন্দ স্বীকৃতি পেল টালা পার্ক প্রত্যয়। ষষ্ঠীতে দেবীর বোধনের আগেই উত্সবমুখর গোটা বাংলা।
রাজডাঙা নব উদয় সঙ্ঘ-পরিবেশবার্তায় সেরা
এ’বছর ৩৯ বছরে পড়ল এই পুজো। থিমের নাম অশনী সঙ্কেত। সমুদ্রে প্লাস্টিক দূষণ নিয়ে থিমের ভাবনা। দূষণের বিরুদ্ধে বার্তা দিয়ে পরিবেশবার্তায় এবিপি আনন্দের সেরা পুজোর সম্মান ছিনিয়ে নিল রাজডাঙা নব উদয় সঙ্ঘের পুজো।
কলেজ স্কোয়ার - আলোক সজ্জায় সেরা
এবার হীরক জয়ন্তী বর্ষ।প্রত্যেক বছরের মতো এবারও আলোকসজ্জায় নজর কেড়েছে মধ্য কলকাতার এই পুজো মণ্ডপ। ২০২২-এর শারদ আনন্দ সম্মানে সেরা আলোক সজ্জার পুরস্কার জিতে নিল কলেজ স্কোয়ারের পুজো।
চেতলা অগ্রণী - সেরা পরিবেশ বান্ধব পুজো
৩০ বছরে পা দিল এই পুজোর। মণ্ডল সজ্জায় ব্যবহার করা হয়েছে কলা গাছ। থিম-ষোলকলা পূর্ণ। এবার সেরা পরিবেশবান্ধব পুজোর সম্মান ছিনিয়ে নিল চেতলা অগ্রণী।
শ্রীভূমি স্পোর্টিং - আভূষণে সেরা
এ’বছর ৫০ বছরে পড়ল শ্রীভূমি স্পোর্টিংয়ের পুজো। ভ্যাটিকান সিটির সেন্ট পিটার্স ব্যাসিলাকার আদলে তৈরি হয়েছে মণ্ডপ। দেবীর সোনার গয়না, সাবেকি প্রতিমার জন্য শ্রীভূমি স্পোর্টিং ছিনিয়ে নিল আভূষণে সেরার সম্মান। আলোর ব্যবহারে অন্য মাত্রা পেয়েছে মণ্ডপের পরিবেশ।