সন্দীপ সমাদ্দার, পুরুলিয়া: বাংলার দুর্গাপুজো (Durga Puja 2022) ইউনেস্কোর (UNESCO) হেরিটেজ (Heritage) তকমা পাওয়ায়, এবার কলকাতার আদলে জেলায় জেলায় দুর্গাপুজোর (Durga Puja 2022) কার্নিভাল করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee)। শুক্রবার রাজ্যের বিভিন্ন জেলায় হল দুর্গাপুজোর কার্নিভাল (Carnival 2022)। ছৌ, ঝুমুর, সাঁওতালি নাচ, ধামসা মাদল, ঢাকিদের বোলে দুর্গাপুজোর কার্নিভাল শুরু হল পুরুলিয়ায়।


পুরুলিয়ায় দুর্গাপুজোর কার্নিভাল: উত্তর থেকে দক্ষিণ, মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো রাজ্যের বিভিন্ন জেলায় মহা সমারোহে দুর্গাপুজোর কার্নিভাল হল। পুরুলিয়ায় নজর কাড়া ১৩টি মাতৃ মূর্তি নিয়ে পুজো কমিটির সদস্য সদস্যরা অংশ নিয়েছেন এই কার্নিভালে। রাস্তার চারপাশে দাঁড়িয়ে স্থানীয়রা। আর এগিয়ে চলছে একের পর মাতৃ প্রতিমা। জেলায় প্রথম এই পুজো কার্নিভাল দেখতে উৎসাহী মানুষেরা ভিড় জমিয়েছিলেন শহরে। ভিক্টোরিয়া স্কুল ময়দান থেকে এই কার্নিভাল শুরু হয়ে প্রায় আড়াই কিলোমিটার অতিক্রম করে রথতলা মোড় পর্যন্ত শোভাযাত্রা হয়। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী ।


জেলায় জেলায় কার্নিভাল: এদিন ঝাড়গ্রামেও জেলার পুজো কার্নিভাল শুরু হয়। জেলার ১০টি পুজো কমিটি এই কার্নিভালে অংশগ্রহণ করে। ঝাড়গ্রাম শহরের গৌড়িয়া মঠ চত্বরে রাস্তার সামনে থেকে এই কার্নিভাল শুরু হয়ে  শহরের পাঁচ মাথার মোড়ে শেষ হয়। জেলার প্রশাসন কর্তাদের জন্যে পাঁচ মাথা মোড়ে তৈরি করা হয় মঞ্চ। তবে নিরঞ্জন এর নির্দিষ্ট কোনো জায়গা নেই। পুজা কতৃপক্ষ নিজেদের খুশি মত জায়গায় প্রতিমা নিরঞ্জন করেন। ইতিমধ্যে শুরু হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান। লোক সংস্কৃতিক দল ডোল, ধামসার তালে মাতিয়ে রেখেছেন ঝাড়গ্রাম পাঁচমাথার মোড়। ইতিমধ্যে ভিড় জমেছে সাধারণ মানুষের। বর্ধমানে কার্নিভালে এসে ঢাকের তালে কোমর দোলালেন চাঙ্কি পাণ্ডে। এদিন একইভাবে মালদাতেও কার্নিভাল হয়। ২৬টি পুজো কমিটি এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছে। শিলিগুড়িতে আয়োজন করা হয় কার্নিভালের। 


কলকাতায় পুজো কার্নিভালের প্রস্তুতি: আগামী কাল রেড রোডে হবে দুর্গাপুজোর কার্নিভাল। অংশ নেবে প্রায় ১০০টি পুজো কমিটি। রেড রোড জুড়ে চলছে তারই শেষ মুহূর্তের প্রস্তুতি। মূল মঞ্চের উল্টোদিকে আমন্ত্রিত অতিথিদের বসার জায়গা করা হয়েছে। করোনা আবহে দু’বছর বন্ধ থাকার পর এবছর ফিরছে পুজো কার্নিভাল। কলকাতার দুর্গাপুজো ইউনেস্কোর স্বীকৃতি পাওয়ার পর এবারের পুজো কার্নিভাল বাড়তি গুরুত্ব পাচ্ছে।  


আরও পড়ুন: Dona Ganguly: দুর্বলতা কাটেনি, কার্নিভাল উপলক্ষ্যে ছাত্রছাত্রীদের চূড়ান্ত মহড়ায় হাজির ডোনা গঙ্গোপাধ্যায়