রানা দাস, পূর্ব বর্ধমান : এক উঠানে সাত দুর্গার পুজো ( Durga Puja 2022 ) । উঠোনের মাঝখানে দাঁড়িয়ে চারিদিকে তাকালেই দেখা মিলবে সাত দুর্গার। পুজোর দিন গুলো যেন মনে হয়, কৈলাস উঠে এসেছে মর্তের এই ছোট্ট উঠানে।
সাত মন্দির থেকে একসঙ্গে উচ্চারিত হয় পুজোর মন্ত্র ,বেজে ওঠে ঢাক-কাঁসর, ধুনোর গন্ধে ভরে ওঠে চারদিক, পুষ্পাঞ্জলির ফুল পুষ্প বৃষ্টির মত এক সঙ্গে ঝরে পড়ে সাত দুর্গা প্রতিমার চরণে।
এক উঠোনে পূজিত হয় দেবী দুর্গার সাত মূর্তি
পূর্ব বর্ধমান জেলার কেতুগ্রামের খাটুন্দী গ্রামের ভট্টাচার্য পরিবারের এক উঠোনে পূজিত হয় দেবী দুর্গার সাত মূর্তি। প্রায় ৫০০ বছর আগে শ্রী শ্রী চৈতন্যদেবের দীক্ষাগুরু কেশব ভারতীর বংশধরেরা প্রথম এই দুর্গা পুজোর সূচনা করেন। সময়ের সঙ্গে সঙঅগে এই ভট্টাচার্য পরিবারও ভাঙতে শুরু করে । শরিকরাও আলাদা আলাদা করে ঐ উঠোনে মন্দির তৈরি করে শুরু করে দুর্গাপুজো। এই ভাবেই এক উঠানে সাত দুর্গাপুজোর শুরু হয়। এক উঠোনে সাত দুর্গার পুজোও প্রায় ৩০০ বছরের পুরনো।
আরও পড়ুন :
নন্দোৎসব থেকেই লাহা বাড়িতে পুজোর তোড়জোড়, নয়নাভিরাম শিবের কোলে অধিষ্ঠিতা দেবী
সাত পরিবার, মিলেমিশে একাকার
৩০০ বছর ধরে ভট্টাচার্য পরিবারের বংশধরেরা মহা ধুমধামে এক উঠানে পুজো করে আসছেন সাত দুর্গার। খাটুন্দী গ্রামে দু একটি পরিবার থাকলেও ভট্টাচার্য পরিবারের বেশিরভাগ সদস্যই কর্মসূত্রে থাকেন বাইরে ,এমনকি অনেকে বিদেশেও। কিন্তু দুর্গাপুজো আসতেই মাটির টানে সকলেই আসতে শুরু করে এই গ্রামে। সেজে ওঠে উঠোন। সাত মন্দিরে আনা হয় সাতটি দুর্গার প্রতিমা। টুকরো টুকরো সাতটা পরিবার যেন এক হয়ে যায় পুজোর কদিন এক উঠোনে।। পুজোর সময় কোন মন্দিরের পুজোয় কিছু খামতি দেখা দিলে ছুটে আসে বাকি মন্দিরের সদস্যরা।
পরিবারের খুদে সদস্যরা তো ভুলে যাই কোনটা কাদের পুজো ,তাদের কাছে সাতটা দুর্গা প্রতিমাই যেন তাদের। পঞ্চমী থেকে দশমী নির্ধারিত সময়ে একসঙ্গে সাত মন্দিরে পুজো শুরু হয় মা দুর্গার। সাত মন্দির থেকে এক সাথে ঢাক, শঙ্খ,উলুধ্বনি। আর সাত পুরোহিতের এক সঙ্গে মন্ত্র উচ্চারণ যেন স্বর্গীয় পরিবেশের সৃষ্টি করে। আর সেই মায়াবী মুহূর্ত চাক্ষুষ করতে দূর দূরান্ত থেকে বহু মানুষ আসেন ভট্টাচার্য পরিবারের উঠানে।