রানা দাস, পূর্ব বর্ধমান: দুর্গাপুজো (Durgapuja 2022) এলেই রসসাহিত্যক ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের প্রতিষ্ঠিত নাটমন্দিরে জ্বলে ওঠে বেলজিয়ামের ঝাড়, আলোয় ঝলমল করে দেওয়ালে রঙিন কাঁচের সূক্ষ্ম কারুকার্য। শুধু সাহিত্যে পাতায় নয়, নাট মন্দিরের নির্মাণেও তার রুচিবোধ জ্বলজ্বল করে গঙ্গাটিকুরির জমিদার বাড়ির প্রতিটি গাঁথনিতে। পুজো আসতে আর বেশি দেরি নেই। সাজতে শুরু করেছে ইন্দ্রনাথ বাবুর জমিদার বাড়ি ঠাকুর দালান।
পূর্ব বর্ধমান (Purba Burdwan) জেলার কেতুগ্রামে গঙ্গাটিকুরি গ্রামের জমিদার ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় একদিকে ছিলেন রস সাহিত্যিক ও আইনজীবী। বাংলা সাহিত্যের অন্যতম হাস্যকৌতুক ও ব্যঙ্গ রচনাকার ছিলেন তিনি। ইন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় পরিচিত ছিলেন "পাচুঠাকুর" নামেও । ১২৮৮ বঙ্গাব্দে গঙ্গাটিকুরি গ্রামে মহল্লা কিনে জমিদারি শুরু করেন ইন্দ্রনাথ। জমিদার বাড়িতে যৌথভাবে দুর্গাপুজো হলেও তিনি আলাদা করে শুরু করেন দুর্গা পুজো। সেই দুর্গাপুজো শুরু এক কাহিনী রয়েছে।
১২০ বছর আগে ইন্দ্রনাথবাবু বর্ধমান থেকে ঘোড়ার গাড়ি করে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে পথে দুই পুত্র কন্যা সমেত এক সুন্দরী বধূ তার কাছে আশ্রয় চান। কন্যাস্নেহে তাঁদের গঙ্গাটিকুরির বাড়িতে নিয়ে যান ইন্দ্রনাথবাবু। কিন্তু বাড়িতে ফেরার পরেই সেই বধূ পুত্র কন্যা-সহ নিরুদ্দেশ হয়ে যায়। রাতে স্বপ্নাদেশে সেই বধূ চার দিনের জন্য ওই বাড়িতে থাকার জায়গা চান। তখনই ইন্দ্রনাথ বাবু বুঝতে পারেন মা দুর্গা তার হাতে পুজো চাইছেন। এর পরেই নাট মন্দির তৈরির কাজ শুরু করেন। সেই সময়ে ১০ লক্ষ ৭৩ হাজার টাকা খরচে আগ্রা থেকে মিস্ত্রি আনিয়ে বেলজিয়াম কাঁচ দিয়ে কারুকার্য করিয়েছিলেন নাট মন্দিরের দেয়ালে।
পুজো আসতেই শুরু হয়েছে নাট মন্দিরে বেলজিয়ামের ঝাড়বাতি লাগানোর কাজ। অগ্রদ্বীপের কাঠের পুতুল দিয়ে সাজানো হচ্ছে নাট মন্দিরের চারপাশ। ঠাকুর দালানে জ্বলজ্বল করছে রঙিন কাচের সুক্ষ কারুকার্য। মা দুর্গার খড়ের কাঠামোয় পড়েছে মাটির প্রলেপ। জমিদার বাড়িতে আর কদিন পর থেকেই আসতে শুরু করবে দেশ-বিদেশে থাকা ইন্দ্রনাথ বাবুর উত্তরসূরীরা। ভরতনাট্যম শিল্পী অঞ্জনা বন্দ্যোপাধ্যায় ইন্দ্রনাথ বাবুর নাতবৌ। এই পরিবারের সদস্য কলকাতা হাইকোর্টের আইনজীবী অম্বর নাথ বন্দোপাধ্যায় বলেন, 'অঞ্জনা দেবী শত ব্যস্ততার মধ্যেও প্রতিবছরই আসেন দুর্গা পূজোয় গঙ্গাটিকুরি জমিদার বাড়িতে'। বাড়ির আর এক সদস্য শুভ্র বন্দোপাধ্যায় বলেন, এই জমিদার বাড়ির পুজো দেখতে দূর দুরান্ত থেকেও প্রচুর মানুষ আসেন। পুজোর পাঁচটা দিন বেলজিয়াম ঝাড়ের আলোয়, সানাই-এর রোশনাই ঝলমল করে উঠবে ইন্দ্রনাথ বন্দোপাধ্যায়ের হাতে তৈরি নাট মন্দির। মহা ধুমধামে পূজিত হবে মা দুর্গা।