কলকাতা : জ্যোতিষশাস্ত্রে (Astrology), শনিকে (Shani) 'নিষ্ঠুর' গ্রহ হিসাবে দেখা হয়। শনির স্বভাব সত্য অনুসরণ করা। যেখানেই কিছু ভুল হতে দেখেন, শনি তাতে মারাত্মক ফল দেন। কারণ শনি কর্মের দাতা। মানুষের ভাল-মন্দ কাজের হিসাব দেওয়া শনির দায়িত্ব। তাই ভগবান শনিকে কলিযুগের 'বিচারক'ও বলা হয়।কিংবদন্তি অনুসারে, শনিদেব ভগবান শিবের জন্য কঠোর তপস্যা করেছিলেন। এতে ভগবান শিব খুব খুশি হয়ে শনিদেবকে কলিযুগের 'বিচারক' উপাধি দেন। তখন থেকে তাঁকে ন্যায়ের দেবতা এবং কাজের দাতা বলা হয়। কলিযুগে শুধুমাত্র শনিদেবই মানুষের কর্মের ফল দেন।


শনির সাড়ে সাতি ও 'ধাইয়া' বা ভাল প্রভাব-


শনির সাড়ে সাতি এবং ধাইয়া । অনেকেরই বিশ্বাস, শনিদেব খারাপ ফল দেন। কিন্তু তা নয়, বিশেষ পরিস্থিতিতে শনিও শুভ ফল দেন।


মকর ও কুম্ভ রাশির অধিপতি শনি-


মকর ও কুম্ভ রাশির অধিপতি শনি। বর্তমানে শনিদেব মকর রাশিতে অবস্থান করছে। অর্থাৎ শনি তার নিজের রাশিতে বসে আছে। কিন্তু শনি এই সময়ে বিপরীতমুখী। এটা বিশ্বাস করা হয় যে, শনি যখন বিপরীতমুখী হয়, তখন এটি সম্পূর্ণ শুভ ফল দিতে পারে না। তাই এই রাশির জাতকদের সাবধান হওয়া উচিত। এর পাশাপাশি শনি কুম্ভ রাশিরও অধিপতি। মকর রাশির পর তারা কুম্ভ রাশিতে আসবে।


আরও পড়ুন ; আর্থিক অনটন ? বাড়িতে রাখুন এই জিনিসগুলি


শনিদেব এই দুই রাশিকে বিরক্ত করে না-


শনিদেব ধনু ও মীন রাশির জাতকদের কষ্ট দেয় না। এই রাশির জাতক জাতিকারা যদি নিয়ম মেনে চলে এবং অন্যের ক্ষতি না করে, তাহলে শনি এই ব্যক্তিদের সম্মান ও সম্পদ দেয়।


তুলা হল শনির প্রিয় রাশিচক্র-


শনির প্রিয় রাশি তুলা। শনি এই রাশির জাতক জাতিকাদের কষ্ট দেয় না। তুলা রাশির জাতক জাতিকারা যদি অন্যের ভাল করে, তাদের উন্নতিতে সহায়ক হয়, তাহলে শনি অপ্রত্যাশিত ফল দেয়। এ ধরনের মানুষ জীবনে উচ্চ পদ লাভ করে।


ডিসক্লেমার : (কোনও রাশির জাতক বা জাতিকার ভাগ্যে কী রয়েছে সেই সংক্রান্ত কোনো মতামত এবিপি লাইভের নেই। এবিপি লাইভ জ্যোতিষ সম্পর্কিত কোনো সম্পাদকীয় নিয়ন্ত্রিত তথ্য প্রদান করে না। প্রদত্ত পরামর্শ ও তথ্য প্রয়োগের আগে প্রয়োজনে সংশ্লিষ্ট বিশেষজ্ঞের পরামর্শ নিন।)