কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায়, কলকাতা: পুজো ঘিরে চলছে তুমুল উৎসব। করোনা আবহ কাটিয়ে আবার চেনা ছন্দে ফিরেছে পুজোর কোলাহল। কিন্তু কলকাতায় গাঁধী মূর্তির নীচে এখনও অন্ধকার। পুজোর আনন্দের ছিঁটেফোঁটাও সেখানে পৌঁছয়নি। চাকরির দাবিতে সেখানে ধর্না দিচ্ছেন চাকরিপ্রার্থীরা। পুজোর মধ্যেও সেখানে অবস্থান-বিক্ষোভ চলছে। সোমবার ৫৬৮ দিনে পা দিয়েছে তাঁদের আন্দোলন। অষ্টমীর দিন ধর্না মঞ্চে গিয়ে তাঁদের সঙ্গে কথা বললেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম এবং সেভ ডেমোক্র্যাসির অধ্যাপক সদস্যরা।
মহা অষ্টমীতে যখন কলকাতা ও বাংলার অন্যত্র জনপ্লাবন। পুজোর ঘিরে আনন্দ-উৎসব-উদযাপনের ধুম। তখন কলকাতায় গাঁধী মূর্তির নীচে বসে থাকা মুখগুলোতে জমে রয়েছে অন্ধকার। সবাই যখন পরিবার-পরিজনদের নিয়ে পুজো কাটাচ্ছেন, তখন রোদ-বৃষ্টির মধ্যে এখনও ধর্না চালিয়ে যাচ্ছেন এই চাকরিপ্রার্থীরা। অষ্টমীতে তাঁদের অবস্থান-বিক্ষোভ পা দিল ৫৬৮ দিনে। চাকরিপ্রার্থীরা জানাচ্ছেন, পুজোর সবাই আনন্দ করছে, তাঁরা পরিবার-পরিজন ছেড়ে হকের চাকরির দাবি নিয়ে রাস্তায় বসে রয়েছেন। এদিন, আন্দোলনকারীদের সঙ্গে দেখা করেন সেভ ডেমোক্র্যাসির অধ্যাপক সদস্যরা। আন্দোলকারীদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়।
সিপিএমের অভিযোগ:
এদিন তাঁদের সঙ্গে কথা বলার পরে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, 'যার যেটা করা উচিত, সে সেটা না করলে, এরকমই হয়। মুখ্যমন্ত্রীর ফিতে কাটা কাজ নাকি? এরা এখানে বসে আছে। তৃণমূল বলবে, কোর্ট যা করার করবে। কোর্টের কথা কি রাজ্য সরকার শোনে?'
পাল্টা তৃণমূল:
তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ বলেন, 'আমরা অনুরোধ করছি, ওঁরা উঠে যান। এসএসসির তরফে হাইকোর্টকে দুটো অপশন দেওয়া হয়েছে।'
দিনদুয়েক আগে একটি মামালার শুনানিতে হাইকোর্ট (Calcutta High Court) জানায় পুজোর সময় চাকরিপ্রার্থীদের শান্তিপূর্ণ অবস্থান বিক্ষোভ (Job Seekers Agitation) করতে পারবেন। 'ধর্মতলা চত্বরে অবস্থান বিক্ষোভ করতে পারবেন দক্ষিণ ২৪ পরগনার (South 24 Parganas) প্রাথমিক চাকরিপ্রার্থীরা। যোগ্য প্রার্থীরা রাস্তায় চাকরি ভিক্ষা করবে, আর পুলিশ আন্দোলন করতে দেবে না, এটা হয় না।' মন্তব্য করেন বিচারপতি রাজশেখর মান্থা। আগামী একমাসের জন্য আন্দোলনে অনুমতি হাইকোর্টের।
দুর্গাদুর্গাপুজো" href="https://bengali.abplive.com/district/durga-puja-2022-controversy-around-durga-puja-organized-by-hindu-mahasabha-in-kasba-demon-s-appearance-was-exactly-like-that-of-mahatma-gandhi-924706" data-type="interlinkingkeywords">পুজো চলছে, আর কদিন পরেই কালীপুজো-দীপাবলী আসছে। আলোর উৎসবের মধ্যে এখন প্রশ্ন একটাই, এই চাকরিপ্রার্থীদের জীবনে কবে আলো আসবে?
আরও পড়ুন: অসুর যেন অবিকল গাঁধী, প্রবল বিতর্কের মুখে অবশেষে রূপ-বদল অসুরের