অরিত্রিক ভট্টাচার্য , শিবাশিস মৌলিক, কলকাতা: শারদোৎসবের কাউন্ট ডাউন শুরু। খুঁটিপুজোর মধ্যে দিয়ে যার সূচনা। পাড়ায় পাড়ায় শুরু হয়েছে পুজোর প্রস্তুতি। রবিবার বেলগাছিয়া ও এন্টালিতে ধরা পড়ল একই ছবি।
কোন পুজোয় কী থিম
বাঙালির ঘরে উমা আসতে ২ মাসও বাকি নেই! আবাসন হোক বা বারোয়ারি, সব জায়গায় প্রস্তুতি জোরকদমে। খুঁটিপুজোর হাত ধরে শহরে উৎসবের ছোঁয়া লাগতে শুরু করেছে। রবিবার, ধুমধাম করে পুজোর সূচনা হল বেলগাছিয়া কেন্দ্রীয় সর্বজনীনে (Belgachhia Kendriya Sarbojonin )। এবার ৯৬ বছরে পা দিল বেলগাছিয়ার এই পুজো। এবারের থিম, স্বপ্ন। থিমের প্যান্ডেল হলেও প্রতিমা সাবেকি। চারিদিকে সানাইয়ের শব্দে উৎসব মুখর পরিবেশ। সম্পাদক অজয় মণ্ডল জানালেন খুঁটিপুজোর মাধ্যমেই উৎসবের সূচনা হয়ে গেল।
এদিন, এন্টালির ১৪ পল্লি উদয়ন সঙ্ঘেও (Entally 14 Pally Udayan Sangha ) খুঁটিপুজো করা হয়। সাবেকি বারোয়ারি পুজো এবার ৮৮ বছরে পা দিল। খুঁটিপুজোর মধ্যে দিয়ে পুজোপ্রস্তুতির ঢাকে কাঠি পড়ল। উপস্থিত ছিলেন এলাকার বাসিন্দারা। প্রধান অতিথি ছিলেন পুরীর জগন্নাথ ধামের দ্বৈতাপতি। বিশিষ্ট শিল্পী গৌরাঙ্গ কুইলা জানালেন, বহু আগে থেকেই এই পুজোর কাজ হচ্ছে। এবারের কাজ মোটামুটি গোছানো হয়েই রয়েছে।
এবারের দুর্গাপুজোর (Durga Puja Time) নির্ঘণ্ট :
মহাষষ্ঠী : ২০ অক্টোবর (২ কার্ত্তিক), শুক্রবার
মহাসপ্তমী : ২১ অক্টোবর (৩ কার্ত্তিক), শনিবার
মহাষ্টমী : ২২ অক্টোবর (৪ কার্ত্তিক), রবিবার
সন্ধিপুজো : সন্ধে ৪:৫৪ গতে রাত্রি ৫:৪২ মধ্যে সন্ধিপুজো। সন্ধে ৪:৫৪ গতে সন্ধিপুজো শুরু। সন্ধে ৫:১৮-র মধ্যে সেরে নিতে হবে বলিদান। রাত্রি ৫:৪২-এর মধ্যে সন্ধিপুজোর সমাপ্তি।
মহানবমী: ২৩ অক্টোবর (৫ কার্ত্তিক), সোমবার।
বিজয়া দশমী: ২৪ অক্টোবর (৬ কার্ত্তিক), মঙ্গলবার।
(তথ্যসূত্র- বেণীমাধব শীলের ফুলপঞ্জিকা)
এবার মা আসছেন ঘোটক অর্থাৎ ঘোড়ায়। যার ফল হবে- ছত্রভঙ্গ। অর্থাৎ শাস্ত্র বলছে, এর জেরে রাজনৈতিক, সামাজিক ও সামরিক অস্থিরতা বাড়বে। শুধু তা-ই নয়, মা দুর্গা ফিরবেনও ঘোটক বা ঘোড়াতে চড়েই।
আরও পড়ুন :