ডাবলিন: আয়ারল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে (IND vs IRE 2nd T20) ৩৩ রানে জয় ছিনিয়ে নিয়ে তিন ম্যাচের সিরিজ়ও নিজের নামে করে ফেলেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ম্যাচে ভারতীয় পেস ব্যাটারি দাপট দেখালেও, শেষের দিকে নেমে ২১ বলে ৩৮ রানের ইনিংস খেলায় ম্যাচ সেরা নির্বাচিত হন রিঙ্কু সিংহ (Rinku Singh)।
চলতি সিরিজ়ের প্রথম ম্যাচেই নিজের আন্তর্জাতিক অভিষেক ঘটিয়েছিলেন রিঙ্কু। স্বপ্নের আইপিএলের পর আন্তর্জাতিক ক্রিকেটেও তাঁর শুরুটা খানিকটা স্বপ্নের মতোই হল। প্রথম ম্যাচে ব্যাট পাননি রিঙ্কু। তাই রবিবার, ২০ অগাস্টই নিজের প্রথম আন্তর্জাতিক ইনিংস খেলার সুযোগ পান উত্তরপ্রদেশের বাঁ-হাতি ব্যাটার। আর প্রথম সুযোগেই বাজিমাত। দুই তিনটি ছক্কার সুবাদে ১৮০-র অধিক স্ট্রাইক রেটে রান করেন রিঙ্কু। নজর কাড়েন সকলের। এর সুবাদেই তিনি ম্যাচ সেরাও হন।
ম্যাচ সেরা হয়ে ব্যাটিংয়ের সময় নিজের মনোভাব ফাঁস করলেন রিঙ্কু। আইপিএলের অভিজ্ঞতা তাঁকে এই ম্যাচে সাহায্য করেছে জানিয়ে তিনি বলেন, 'আমি ব্যাটিংয়ের সময় বেশ আত্মবিশ্বাসী ছিলাম। এখানে আইপিএলে খেলার অভিজ্ঞতাটা কাজে লেগেছে। ইনিংসের শেষের অবধি টিকে থাকাটাই কিন্তু আমার লক্ষ্য ছিল।' অবশ্য ইনিংস শেষ অবধি টিকে থাকতে পারেননি তিনি। ভারতীয় ইনিংসের এক বল বাকি থাকতেই তাঁকে সাজঘরে ফেরান ক্রেগ ওয়াং।
তবে রিঙ্কু আগ্রাসী ইনিংস কিন্তু ম্যাচে পার্থক্য গড়ে দেয়। এক সময় ভারতীয় দল যখন ১৫০-১৬০ রানের মধ্যে আটকে পড়বে বলে মনে হচ্ছিল। তখন রিঙ্কুর ব্যাটিং ভারতকে ১৮৫ রান তুলতে সাহায্য। শেষ দুই ওভারে ৪২ রান তোলে ভারত। তাই রুতুরাজ অর্ধশতরান করলেও, ম্যাচের রং বদলানো ইনিংসের জন্য সেরা হিসাবে রিঙ্কুকেই বেছে নেওয়া হয়। প্রথম আন্তর্জাতিক ইনিংসেই সেরা উচ্ছ্বসিত তিনি নিজেও। 'আমি বিগত দশ বছর ধরে ক্রিকেট খেলছি। প্রচুর খাটা খাটনি করেছি। এবার তারই সুফল পাচ্ছি হয়তো। আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম ইনিংস খেলেই ম্যাচ সেরা হতে পেরে খুবই খুশি হয়েছি।' বলে জানান তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন
https://t.me/abpanandaofficial
আরও পড়ুন: পর্যাপ্ত নিরাপত্তা নিয়ে উদ্বেগ! ফের বদলাতে পারে বিশ্বকাপের সূচি?