কলকাতা : পুজো (Durga Puja 2023) মানেই ঠাকুর দেখা। নতুন জামা-কাপড় গায়ে চাপিয়ে বেরিয়ে পড়া উৎসবের রেশ গায়ে মেখে। উৎসাহ-উদ্দীপনায় এক জায়গা থেকে অন্য জায়গা বা কোনও নির্দিষ্ট পছন্দের প্যান্ডেলের দিক ধরা। এর মাঝেই আশা-আশঙ্কা, কিছুটা যেন কম থাকে ভিড়। অল্প ঝক্কি সামলেই যাতে পাওয়া যায় উমার দর্শন। সঙ্গে মণ্ডপ থেকে আরও অনেককিছু।
কিন্তু পুজোর সময় কি তেমনটা সম্ভব ? ভিড় ঠেলা যে পুজো দেখার অবিচ্ছেদ্য অঙ্গ। তবে কোন সময় পছন্দের প্যান্ডেলে পৌঁছে যেতে পারলে খানিক কম ভিড়ে দেখে নেওয়া যাবে পুজো ? বা আপনি ঠিক যে সময়ে মণ্ডপের পথ ধরেছেন, সেই সময় সেখানে ভিড় ঠিক কেমন ? কতক্ষণ অপেক্ষা করতে হতে পারে লাইন ঠেলে ঠাকুর দেখতে পৌঁছতে ? ঠিক এই সব প্রশ্নগুলোরই মিলছে উত্তর। সৌজন্যে কলকাতা পুলিশ (Kolkata Police)।
কলকাতা পুলিশের তরফে লঞ্চ করা হয়েছে কিউ টাইম (Q Time)। কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নিয়ে বানানো হয়েছে একটি সিস্টেম। যেখানে স্ক্রিনজুড়ে ভেসে উঠবে একাধিক পুজোর নাম। তার সঙ্গে সেই বক্সের মধ্যেই বড় বড় করে সময়ের মান। আরও স্পষ্ট করে বললে, কোন প্যান্ডেলে ঠাকুর দেখতে দর্শনার্থীদের ঠিক কতটা সময় অপেক্ষা করতে হতে পারে, তার সরাসরি পরিসংখ্যান তুলে ধরা হচ্ছে কিউ টাইমের মাধ্যমে।
বিশেষ অ্যাপ থেকে ওয়েবসাইট। এমনকি কি টাইমের কী তথ্য সেটা কলকাতা পুলিশের তরফে তাঁদের ফেসবুকে পেজেও মাঝেমধ্যেই করা হচ্ছে লাইভ সম্প্রচার। আর কার্যত রিয়েল টাইম বেসিসে ক্রমাগত আপডেট হতে থাকছে যে তথ্য তাই আপনি সেই তালিকা দেখে সহজেই প্যান্ডল হপিংয়ের মাঝে এবার কোন মণ্ডপের পথ ধরলে সুবিধা হতে পারে, সেটার এক স্পষ্ট ধারণা পেয়ে যেতে পারেন, প্যান্ডেলে পথে পা বাড়ানোর আগেই।
কোথায় কীভাবে দেখবেন ? কিউ টাইমের ওয়েবসাইটে (https://qtime.kolkatapolice.org/) গিয়ে বা অ্যাপ ডাউনলোড করে নিয়ে। পেয়ে যাবেন প্লে-স্টোরে। আর নজর রাখুন কলকাতা পুলিশের ফেসবুক পেজেও।
আরও পড়ুন- চিন্তা বাড়াচ্ছে নিম্নচাপ, নবমী-দশমীতে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা