কলকাতা : ষষ্ঠীর দিনটা কেটেছে বেশ। শুকনো আবহাওয়াতেই ( Weather )  দেবী দর্শন করেছে বাঙালি। তবে এভাবেই পুজোর ( Durga Puja 2023 ) ৫ টা দিন নাও কাটতে পারে, আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া দফতর ( Weather Update ) । পুজোয়. চিন্তা বাড়াচ্ছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ ( Depression ) । নবমী-দশমীতে তার জেরে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা থেকেই যাচ্ছে।

ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী - বৃষ্টি অসুর রেহাই দিলেও, নবমী , দশমীর প্যান্ডেল পরিক্রমার প্ল্যানে  ব্যাঘাত ঘটাতে পারে  নিম্নচাপের বৃষ্টি। পুজোর শেষ দিকেই চিন্তা বাড়াবে নিম্নচাপ। উত্তর পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে ২৩ অক্টোবর অর্থাৎ নবমীর দিন এটি গভীর নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা। এর জেরেই বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।  এরপর এই নিম্নচার অন্ধ ও ওড়িশা উপকূলে এসে এটি গতিপথ পরিবর্তন করতে পারে।

উত্তর বঙ্গোপসাগরে গিয়ে এটি আরও শক্তিশালী হয় কিনা সেদিকেই নজর রাখছেন আবহবিদরা। এই নিম্নচাপের প্রভাবে দক্ষিণা বাতাসে ভর করে জলীয় বাষ্প ঢুকবে বঙ্গে। তার জেরে বৃষ্টির সম্ভাবনা বাড়বে উপকূলের জেলাগুলিতে।

দক্ষিণবঙ্গে ষষ্ঠী, সপ্তমী, অষ্টমী মেঘমুক্ত পরিষ্কার আকাশই থাকার কথা।  উত্তর-পশ্চিম হাওয়ার প্রভাবে একটু একটু শীতের আমেজ অনুভূত হচ্ছে। প্রতিবার ঠাকুর দেখতে বেরিয়ে ঘেমে-নেয়ে একাকার হওয়ার প্রবণতা, এবার একটু হলেও কম।  পশ্চিমের জেলাগুলিতে বেশি অনুভূত হতে পারে শীতের আমেজ।

আবহাওয়া দফতরের পূর্বাভাস, রবিবার পর্যন্ত এই পরিস্থিতি থাকবে। তাপমাত্রা ও কিছুটা কমতে পারে দিনের এবং রাতের। নবমীতে  বৃষ্টি হলেও তা হবে হাল্কাই। ভিজতে পারে কলকাতা, হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরের কিছু অংশ। 

দশমীতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মেঘলা আকাশ থাকবে। বেশি বৃষ্টি হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে।

অন্যদিকে  উত্তরবঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং সহ পার্বত্য এলাকাযগুলিতে। বৃষ্টির পরিমাণ কমই থাকবে।শনিবার শুষ্ক আবহাওয়াই থাকবে উত্তরবঙ্গের পার্বত্য এলাকা ছাড়া বাকি অংশে। পুজোর কটা দিন পরিষ্কার আকাশ, শুকনো ও মনোরম আবহাওয়াই থাকার কথা উত্তরে। বৃষ্টির সম্ভাবনা নেই। 

এক নজরে আগামী ৭ দিনের কলকাতার আবহাওয়া। কী বলছে আই এম ডির ওয়েবসাইট ?

7 Day's Forecast
Date Min Temp Max Temp Weather
21-Oct 23.0 32.0
Mainly Clear sky
22-Oct 24.0 32.0
Mainly Clear sky
23-Oct 24.0 31.0
Generally cloudy sky with Light rain
24-Oct 24.0 28.0
Generally cloudy sky with one or two spells of rain or thundershowers
25-Oct 24.0 29.0
NA
26-Oct 25.0 30.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm
27-Oct 25.0 30.0
Generally cloudy sky with possibility of rain or Thunderstorm

আরও পড়ুন :

কেমন ছিল পুজোর প্রথম দিনগুলি? স্মৃতিচারণ করলেন সজল ঘোষ