কলকাতা: সল্টলেকের পুজোগুলির মধ্যে অন্যতম এটি। পুজো থেকে ভোগ, সাংস্কৃতিক অনুষ্ঠান সবই আয়োজিত হয়। ষষ্ঠীর আগে থেকেই ভিড় টানছে সল্টলেকের এজে ব্লক পুজো। এবার তাদের ভাবনা 'কারুশিল্প বাংলা বাঁশে, দেবীর বোধন নবসাজে'।
কী ভাবে সেজেছে মন্ডপ?
সল্টলেকের এজে ব্লক পুজো মন্ডপ পুরোপুরি বাঁশ ও বেতের ঝুড়ি নিয়ে তৈরি করা হয়েছে। পরিবেশবান্ধব মন্ডপসজ্জা করা হবে, সেই ভাবনার থেকেই এমন পরিকল্পনা বলে জানাচ্ছেন আয়োজকরা। পাশাপাশি বাংলার প্রাচীন কুটিরশিল্পকে সবার সামনে তুলে ধরার জন্য় এমন থিম বেছে নেওয়া হয়েছে। বাংলার বাঁশ ও বেতের কাজ প্রসিদ্ধ। আগে বহুল ব্যবহার হতো এর। কিন্তু এখন প্লাস্টিক এবং আরও নানা জিনিসের দাপটে নিত্য ব্যবহারে ক্রমশ জায়গা হারাচ্ছে এই বাঁশ ও বেতের কাজ। এই দুটি জিনিস নিয়ে কতরকম কাজ করা যায়, সেটাই এই মন্ডপে তুলে ধরা হয়েছে বলে জানালেন এজে ব্লক পুজো কমিটির সেক্রেটারি মৈনাক দত্ত। থিমের শিল্পী অমিত ও অরিন্দম। এজে ব্লকের প্রতিমা তৈরি করেছেন সৌমেন পাল। প্রায় বছরখানেক আগে থেকে শুরু হয়েছিল এই পুজোর পরিকল্পনা।
প্রতিদিন খাওয়া-দাওয়া:
এক দিকে পুজোর কাজ, অন্যদিকে রয়েছে ভোগের আয়োজন। তার পাশাপাশি, নিয়ম মেনে চলেছে সাংস্কৃতির অনুষ্ঠানের মহড়াও। কমিটির এক একটি সাব কমিটি রয়েছে, তারা দেখভাল করেন এক একটি বিষয়। মৈনাক জানাচ্ছেন, পুজোর কদিন, প্রতিদিন দুপুরবেলা খাওয়া-দাওয়ার আয়োজন হয় এই পুজোয়। ওই কয়েকদিন গড়ে অন্তত ৭০০ জন খাওয়াদাওয়া সারেন। ফলে ভোগ ও খাওয়া-দাওয়ার আয়োজনও বিশাল।
পুজোর আবহাওয়া
নবমীতে কলকাতা হাওড়া হুগলি দুই ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে মেঘলা আকাশ হালকা বৃষ্টির সম্ভাবনা। দশমীর দিন গাঙ্গেয় পশ্চিমবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা বৃষ্টির সম্ভাবনা। মেঘলা আকাশ থাকবে। বেশি বৃষ্টি হবে উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে। কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে কয়েক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা। দশমীর পরেও দু-তিন দিন আবহাওয়া একই রকম থাকতে পারে। একাদশী, দ্বাদশীতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলায় বৃষ্টির সম্ভাবনা। কলকাতায় রবিবার পর্যন্ত মেঘমুক্ত পরিস্কার আকাশ। উত্তরে হওয়ার প্রভাবে মনোরম আবহাওয়া। বৃষ্টির সম্ভাবনা আপাতত নেই। সোমবার থেকে হাওয়া বদল। মেঘলা আকাশ। সোমবার বিকেল বা রাতে এবং মঙ্গলবার দশমীর দিন কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা ২৪.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রা। বাতাসের জলীয় বাষ্পের পরিমাণ ৫১ থেকে ৮৭ শতাংশ।
আরও পড়ুন: রীতি মেনে ষষ্ঠীর কল্পারম্ভ, ঘট স্নান করিয়ে শারদোৎসবের সূচনা বেলুড় মঠে