কলকাতা : পুজো আসতে আর বাকি ২৭ দিন। এই সময়টা সপ্তাহান্তে মেট্রোরেলে বাড়ে যাত্রী সংখ্যা। সেই কথা মাথায় রেখেই মেট্রো রেল নিল বিশেষ উদ্যোগ। পুজোর আগে সাপ্তাহিক ছুটির দিনগুলোতে ভিড় সামাল দিতে কলকাতা মেট্রো রেলওয়ে সপ্তাহান্তে অনেকটা বাড়িয়ে দিন ট্রেনের সংখ্যা। 


কাল থেকে পরপর দুটি শনিবার  ২৩৪ টি পরিষেবার পরিবর্তে ২৬২টি ট্রেন চালানো হবে । তার পরের দুটি শনিবার অর্থাৎ ২৮ সেপ্টেম্বর ও  ৫ অক্টোবর তারিখে ২৩৪টি পরিষেবার পরিবর্তে ২৮৮টি ট্রেন চালাবে কলকাতা মেট্রো। বিশেষ ট্রেন ছাড়বে রবিবারগুলিতেও । পুজোর আগে আছে আর ৪ টি রবিবার। ১৫, ২২, ২৯ সেপ্টেম্বর, ৬ অক্টোবর। এই রবিবারগুলিতে  ১৩০ টি মেট্রোর বদলে ১৯৬টি ট্রেন চলার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।   


পুজোর আগের শনিবারগুলিতে পরিষেবার সময়সূচি


 প্রথম পরিষেবা:-


৬:৫০ টায়। দমদম থেকে কবি সুভাষ। (কোন পরিবর্তন নেই)


৬:৫০ টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর। (কোন পরিবর্তন নেই)


৬:৫৫ টায় দমদম থেকে দক্ষিণেশ্বর। (কোন পরিবর্তন নেই)


৭:০০ টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। (কোন পরিবর্তন নেই)


 শেষ পরিষেবা:-


রাত ৯:২৮ টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ। (কোন পরিবর্তন নেই)


রাত ৯:৩০ টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর। (কোন পরিবর্তন নেই)


রাত ৯: ৪০ টায়। দমদম থেকে কবি সুভাষ। (কোন পরিবর্তন নেই)


রাত ৯ :৪০ টায়। কবি সুভাষ থেকে দমদম। (কোন পরিবর্তন নেই)


প্রাক-পুজো রবিবারগুলিতে মেট্রো পরিষেবা কেমন থাকবে - 


প্রথম পরিষেবা:-


৯.০০ টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর (কোন পরিবর্তন নেই)


৯.০০ টায়। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (কোন পরিবর্তন নেই)


৯.০০ টায়। দম দম থেকে কবি সুভাষ পর্যন্ত (কোন পরিবর্তন নেই)


৯.০০ টায়। দমদম থেকে দক্ষিণেশ্বর (কোন পরিবর্তন নেই)


শেষ পরিষেবা:-


রাত ৯:৩০ টায়। কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত (21:27 ঘন্টার পরিবর্তে)


রাত ৯:৩০ টায় । দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষ (কোন পরিবর্তন নেই)


রাত ৯:৪০ টায়। দমদম থেকে কবি সুভাষ (কোন পরিবর্তন নেই)


রাত ৯:৪০ টায়। কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত (কোন পরিবর্তন নেই)


গ্রিন লাইন-১, গ্রিন লাইন-২, পার্পল লাইন এবং অরেঞ্জ লাইনের পরিষেবায় কোনও পরিবর্তন হচ্ছে না। 


আরও পড়ুন :


মেট্রো লাইন ধরে হাঁটা দিলেন তরুণী ! ময়দান ও পার্কস্ট্রিটের মাঝে হইহই কাণ্ড