কলকাতা: আর জি কর কাণ্ডের প্রভাব এবার কলকাতা পুলিশের (Kolkata News) সঙ্গে পুজো কমিটি গুলির সমন্বয় বৈঠকে। সূত্রের খবর, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে মণ্ডপের মধ্য়ে স্লোগান উঠলে সেক্ষত্রে পুজো কমিটি এবং পুলিশ প্রশাসনের ভূমিকা কী হবে সেই নিয়ে প্রশ্ন তোলা হয় এদিনের বৈঠকে। এই প্রেক্ষিতে সবরকম প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে আশ্বাস দেন কলকাতা পুলিশের কমিশনার মনোজ ভার্মা। পাশাপাশি পুজোয় নিজেদের আন্দোলনের গতিপথ নিয়ে জানালেন আন্দোলনরত জুনিয়র চিকিৎসক।


সমন্বয় বৈঠকে আরজি কর প্রসঙ্গ: উৎসবের আমেজ নয়, হাওয়ায় এখনও প্রতিবাদের আঁচ। এই আবহে কলকাতা পুলিশের সঙ্গে পুজো কমিটি গুলির সমন্বয় বৈঠকেও উঠে এল আর জি কর-কাণ্ডের প্রসঙ্গ। পুজো উদ্য়োক্তাদের মধ্য়ে একাংশ প্রশ্ন তুললেন, আর জি কর-কাণ্ডের প্রতিবাদে যদি মণ্ডপের মধ্য়ে স্লোগান ওঠে, কীভাবে সামাল দেবেন পুজো উদ্য়োক্তারা? সেই ধরনের কোনও পরিস্থিতি তৈরি হলে তা নিয়ন্ত্রণে আনতে কী ভূমিকা থাকবে পুলিশ প্রশাসনের? সুরুচি সঙ্ঘের উদ্যোক্তা স্বরূপ বিশ্বাস বলেন,"সমস্য়া অনেক জায়গা হতে পারে। দুষ্কৃতীরা এসে গন্ডগোল করতে পারে। আমরা সেটা পুলিশকে বলেছি। আগে থেকেই প্রস্তুতি রাখতে। পুজো যাতে কলুসিত না হয়।'' গল্ফগ্রিন শারদ উৎসবের উদ্যোক্তা তপন দাশগুপ্ত বলেন, "সদ্য় ঘটে চলা ঘটনা নিয়ে বিশৃঙ্খলা না হয় সেদিকে নজর রাখার জন্য় পুজো কমিটিগুলি বলেছে।''                                               

কলকাতার পুলিশ কমিশনার জানিয়েছেন, দুর্গাপুজোর জন্য় আগে থেকেই প্রস্তুতি নিচ্ছেন তাঁরা। অন্য়দিকে, জুনিয়র ডাক্তাররাও জানিয়েছেন, বিচারের দাবিতে তাদের আন্দোলন চলবে। পুলিশ কমিশনার মনোজ ভার্মা জানিয়েছেন, "আমাদের সব রকম ব্য়বস্থা রাখা হচ্ছে। আমরা নোট নিয়েছি সবার কথা শুনে। প্রস্তুতি থাকবে আমাগদের দিকে থেকে। পুলিশ তৈরি। আমরা সবরকম ভাবে প্রস্তুত।'' আন্দোলনকারী জুনিয়র চিকিৎসক অনিকেত মাহাতো বলেন, "আমাদের দাবি পূরণ হয়ে গেলেই তো আমরা আর আন্দোলন করতে হয় না। আমরা প্রতিবাদ করব নিয়ন্ত্রিতভাবে।''


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।   


আরও পড়ুন: Bowbazar House Collapse: মেট্রোর কাজে ক্ষতিগ্রস্ত বউবাজারের একাধিক বাড়ি, নকশা নিয়ে বৈঠকে বসছে পুরসভা