কলকাতা: সুরুচি সঙ্ঘের পুজোয় অভিনেতা দেব।
এদিন তিনি বলেন, প্রত্যেক বছরই আসা হয়। এবং আজকে এই পুজোর থিমটাও দারুন। স্বাধীনতা সংগ্রামীদের উৎস্বর্গ করে...যখন ওরা পুজো প্যান্ডেলের থিম বানায়, আমার মনে হয়, শুধু বাংলার মানুষ নয়,পৃথিবীর মানুষ তাঁরা জানেন যে, সুরুচি সংঙ্ঘর পুজোটা, এবং এই পুজো নিয়ে ক্রেজতো একটা থাকেই। যবে থেকে উদ্বোধন হয়েছে, তবে থেকে মানুষের ঢল আসছে..ঠাকুর দেখছে, ছবি তুলছে। এটাই ভাল লাগা।..অন্যথায় আপনার চ্যানেলে দেখেই পুজোটা কেটে যায়। পুজোর প্যান্ডেলটা অনেক সময় নিউজ চ্যানেলে দেখে মনে হয়, যে আমরা দেখে নিই যে, কোথায় সবথেকে ভাল প্যান্ডেল, কোথায় বেশি আলোচনা হচ্ছে, কোথায় প্রতিমাটা ভাল ? এগুলি আমার মনে হয়, আজকের দিনে নিউজ চ্যানেল দেখেই হয়ে যায়। '
আরও পড়ুন, আকাশে কোথাও নেই জমকালো মেঘ, সপ্তমীতে ফের বৃষ্টি নামবে কি ? জানাল আবহাওয়া দফতর
একেই আজ রবিবার, তার উপর আবার ষষ্ঠী। সবমিলিয়ে উত্তর, মধ্য, দক্ষিণ কলকাতার অলিতে গলিতে ঢাকের আওয়াজ, আলোর রোশনাই। লাইন দিয়ে ঠাকুর দেখতে ফের মেতেছে বাঙালি। হাওয়াই মিঠাই হাতে বাবার কোলে কচিকাদের ফের মিলেছে দেখা। কেউ লেখকের জীবনি, কেউবা ডারউইনবাদ- উত্তরের শ্রীভূমি থেকে শিকদার বাগান, ওদিকে দক্ষিণের চেতলা অগ্রণী থেকে মুদিয়ালি, একে অপরকে টেক্কা দিচ্ছে। যদিও এই পুজোয় একাধিক ইস্যুতে মাঝে ছন্দ কেটেছিল দুএক জায়গায়। তবে তাও এখন মিটে গিয়েছে। ২০ ঘণ্টা বন্ধ থাকার পর, অবশেষে ফের দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে মহম্মদ আলি পার্কের পুজো মণ্ডপ। অপরদিকে, বিজেপি নেতা সজল ঘোষের পুজোয় দেখা গেল সাসপেন্ডেড টিএমসিপি নেত্রী রাজন্যা হালদারকে।
কোথাও বিষয় ভাবনায় অভিনবত্ব। কোথাও সাবেকিয়ানার ছোঁয়া। ষষ্ঠীতে এরকমই কয়েকটি পুজো পেল এবিপি আনন্দর বিশেষ সম্মান। বোধন হয়েছে। ষষ্ঠীর রাজপথেই যেন অষ্টমীর আমেজ। রাত বাড়ার সঙ্গে পাল্লা দিয়ে মণ্ডপে মণ্ডপে বাড়ছে ভিড়ও। কোথাও থিম। কোথাও সাবেকিয়ানার ছোঁয়া।যার নেপথ্যে পুজো উদ্যোক্তাদের বছরভর পরিকল্পনা আর পরিশ্রম। সেই পরিকল্পনা ও পরিশ্রমের স্বীকৃতি এবিপি আনন্দের বিশেষ সম্মান। কাঁকুড়গাছি মিতালি-র পুজো এবার পড়ল ৮৯ তম বর্ষে। এই পুজোর থিম-'সখের বাজার'। মণ্ডপ চত্বরে ফুটিয়ে তোলা হয়েছে একটুকরো বাজার। রাজারহাটের ম্য়াগনোলিয়া অক্সিজেনের পুজো এবার নজর কেড়েছে। ছিমছাম পরিবেশ! প্রতিমায় রয়েছে সাবেকিয়ানার ছোঁয়া....! নেতাজিনগর নাগরিকবৃন্দের পুজো ১৫ বছরে পড়ল। থিম হিসেবে উঠে এসেছে নবনির্মিত দিঘার জগন্নাথ মন্দির!
থিমের আদলে সেজেছে প্রতিমা! অশোকনগর সর্বজনীন দুর্গোৎসব কমিটির পুজো এবার ৭৬ বছরে পড়ল! তাদের থিম- 'বাংলা আমার মায়ের ভাষা'। মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে বাংলা বর্ণমালা! নিউ টাউনের বিডি ব্লক কালচারাল অ্য়াসোসিয়েশন -এর পুজোর এবার দশম বর্ষ! থিম হিসেবে তুলে ধরা হয়েছে লালকেল্লাকে! উত্তর থেকে দক্ষিণ....পুজোর আনন্দে সামিল শহরবাসী! লম্বা ভিড় ঠেলে চলছে মণ্ডপ ও প্রতিমা দর্শন।